এবার জাতীয় মঞ্চে রাজ্যের রাজ্যপালের পর্দাফাঁস হওয়ার পালা। যেভাবে রাজ্যের একাধিক পদক্ষেপে বাধা সৃষ্টি করে উন্নয়নমূলক কাজ আটকাতে সচেষ্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose), তা নিয়ে বিধানসভার স্পিকারদের জাতীয় সম্মেলনে সরব হতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee)। আগেও রাজ্যপাল থাকাকালীন বাংলা বিরোধী মনোভাবাপন্ন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন রাজ্যের স্পিকার, সেভাবেই বোসের কুকীর্তি ফাঁস করার সম্ভাবনা দিল্লিতে।
লোকসভার তরফ থেকে দেশের সব বিধানসভার স্পিকার, আধিকারিক, রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে সম্মেলনের (Speaker Conference) আয়োজন করা হয়। এবছর সোমবার থেকে দুদিনের এই সম্মেলন শুরু হতে চলেছে। সেখানে রাজ্য থেকে যোগ দেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় ও প্রধান সচিব সুকুমার রায়। সেখানেই রাজ্যপালের বাংলা বিরোধিতা নিয়ে সরব হওয়ার সম্ভাবনা রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের।
দুই দিনের সম্মেলনে কেন্দ্রের পক্ষ থেকে থাকবেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় (Jagdeep Dhankar), সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। দেশের ২৫ জন স্পিকার, ৪৬ জন প্রিসাইডিং অফিসার সহ ১৭ জন ডেপুটি স্পিকার এই সম্মেলনে অংশ নেবেন। রাজ্যের বিধায়কদের শপথ গ্রহণে বাধা, রাজভবনে পুলিশের প্রবেশে নিষেধাজ্ঞা সহ আনন্দ বোসের একাধিক রাজ্য বিরোধী পদক্ষেপ নিয়ে সেখানে সরব হবেন রাজ্যের প্রতিনিধিরা। বিজেপি বিরোধী রাজ্যগুলির রাজ্যপালদের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিদেরও সরব হওয়ার সম্ভাবনা এই সম্মেলনে।