Friday, January 30, 2026

পুরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ত্রাণসামগ্রী দিলেন মুখ্যসচিব

Date:

Share post:

এখনও জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলার বহু এলাকা। জলের তলায় পাঁশকুড়া, ঘাটাল, আমতা, উদয়নারায়ণপর, খানাকুল, পুরশুড়া-সহ বিভিন্ন এলাকা।গোদের ওপর বিষফোঁড়ার মতো নিম্নচাপের ভ্রুকুটিতে শঙ্কিত বানভাসি মানুষজন। এর মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন জেলার বন্যাকবলিত এলাকায় দুর্গতদের ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব, জেলা প্রশাসন।

রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলির পুরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। দুর্গতদের হাতে ত্রাণসামগ্রীও তুলে দেন তিনি। বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসব। বারবার বাঁধ ভেঙে যাওয়ার কারণ খতিয়ে দেখা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের খারাপ পরিস্থিতি না হয়, সেদিকেও নজর রাখা হবে।

পুরশুড়ার হাটি উচ্চ বিদ্যালয়ে ত্রাণশিবিরে মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। খানাকুলে হুগলির জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের ঘাটালের পরিস্থিতিও এখনও অনেকটাই খারাপ। রবিবার ঘাটালের অজবনগর এলাকায় বোটে চড়ে মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন দেব। পাশাপাশি অজবনগর এলাকায় বন্যাকবলিতদের হাতে শুকনো খাবার, জল ও ত্রিপল-সহ ত্রাণসামগ্রী তুলে দেন দেব ও মন্ত্রী জাভেদ খান।

বন্যা পরিস্থিতি পরিদর্শনের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, বছরের পর বছর বন্যার সময় ঘাটালের মানুষ খুবই কষ্টে থাকেন। এখনও জলে ডুবে রয়েছে বাড়ি-ঘর, সেখানে প্রচুর মানুষ রয়েছেন, তাঁদের কাছে যাতে দ্রুত শুকনো খাবার-সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণের সামগ্রী পাঠানো যায় সেই চেষ্টা চলছে।

হাওড়ায় উদয়নারায়ণপুর থেকে জলস্তর কিছুটা নামলেও আমতার পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। অন্যদিকে, পাঁশকুড়া শহর ও ব্লকের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করছে জেলা পুলিশ-প্রশাসন। স্পিডবোটে করে পানীয় জল, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে সব মিলিয়ে প্রায় তিন হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।









spot_img

Related articles

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...

আজকের রাশিফল

মেষ: পথে আজ সামান্য কাঁটা থাকতে পারে, তবে ঘাবড়াবেন না। কলম যাঁদের হাতিয়ার, তাঁদের জন্য আজ সাফল্যের দিন।...

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...