Thursday, August 28, 2025

জলভাসি মানুষদের পাশে ‘অভিষেকের দূত’রা, আমতায় ত্রাণসামগ্রী বিতরণ হাওড়া যুব তৃণমূলের

Date:

‘অভিষেকের দূত’ হিসেবে আমতার বন্যা কবলিত এলাকায় গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। নেতৃত্বে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া জেলা(গ্রামীণ) তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক সুকান্ত পাল সহ দলের আরও অনেকে।

রবিবার ‘অভিষেকের দূত’ লেখা টি-শার্ট আমতার বন্যা কবলিত নিশ্চিন্তপুর গ্রামে কৈলাশ মিশ্রর নেতৃত্বে পৌঁছে যান হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা। হাওড়া সদর ও গ্রামীণের যুব তৃণমূল কর্মীদের সঙ্গে সেখানে ছিলেন বিধায়ক সুকান্ত পালও। প্রায় এক কোমর জমা জলে দঁড়িয়ে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন ‘অভিষেকের দূত’রা। এলাকার কয়েক হাজার মানুষের হাতে জলের বোতল, বিভিন্ন শুকনো খাবার, ওষুধপত্র প্রভৃতি তুলে দেন তাঁরা। হাওড়া জেলা(সদর) যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র জানান, ‘অভিষেকের দূত হিসেবে আমরা দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি। তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছি। জলভাসি মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে হাওড়ার যুব তৃণমূলের কর্মীরা সবসময় থাকবেন। তাঁদের যখন যা দরকার হবে আমরা তৎক্ষণাৎ তাঁদের হাতে তা তুলে দেব। এর জন্য আমরা দুর্গত মানুষদের দিকে সবসময় নজর রাখব। আমাদের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবসময় মানুষের যাশে থাকি। বাংলার মানুষকে বিপদে ফেলতেই কেন্দ্রের বিজেপি সরকার ডিভিসির জল ছেড়েছে। ডিভিসির ওই ছাড়া জলেই বাংলার বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির জলে নয়, ডিভিসির ছাড়া জলেই এই অবস্থা। তবে যতই বাংলাকে বিপদে ফেলতে ওরা চক্রাক্ত করুক সফল হবে না। অভিষেকের দূত হিসেবে আমরা হাওড়ার যুব তৃণমূলের সমস্ত কর্মীরা এক হয়ে মানুষের পাশে থেকে সাহায্য করে যাব।’

যুব তৃণমূল কর্মীদের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করছেন হাওড়ার মানুষ। হাওড়া জেলা(গ্রামীণ) দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘দুর্গত মানুষদের পাশে অভিষেকের দূত হিসেবে আমরা সবসময় থাকছি। আমরা আবার জলভাসি মানুষদের হাতে এইভাবেই আগামীদিনে আরও ত্রাণসামগ্রী তুলে দেব।’

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version