Sunday, May 4, 2025

ঘাটাল মাস্টার প্ল্যান কি ‘ম্যান মেড বন্যা’ সামাল দিতে পারতো, ডিভিসিকে নিশানা দেবের!

Date:

অপরিকল্পিতভাবে বাংলাকে না জানিয়ে ডিভিসির (DVC ) জল ছাড়ার ফলে ‘ম্যান মেড বন্যা’র (Man made flood) শিকার বাংলা। প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। রবিবারের ত্রাণ বিলি করার ফাঁকে সংবাদমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ বলেন, বিরোধীরা যতই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারকে (Government of West Bengal) আক্রমণ করার চেষ্টা করুক না কেন, যেভাবে ‘ম্যান মেড বন্যা’ হয়েছে তাতে মাস্টার প্ল্যান দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যেত না। কার্যত নাম না করে DVC-কে কাঠগড়ায় তুললেন অভিনেতা-সাংসদ।

লোকসভা নির্বাচনে (Loksabha election) তৃতীয়বারের জন্য ঘাটাল থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ নির্বাচিত হয়েছেন দেব (Dev) । এবার তাঁর প্রচারের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে তিন মাস হল। ইতিমধ্যেই এই প্ল্যান বাস্তবায়িত করতে কাজে লেগে পড়েছে বাংলার সরকার। প্রাকৃতিক দুর্যোগ কমার চার দিনের মাথায় হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, সর্বত্রই জলস্তর কমছে। বাঁকুড়ার সার্বিক পরিস্থিতি এখন ভাল। কিন্তু সব থেকে দুর্বিষহ অবস্থা ঘাটালে (Ghatal)। এদিন নৌকা করে জাভেদ খানকে সঙ্গে নিয়ে দুর্গতদের ত্রাণ বন্টন করেন সাংসদ। তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা পরিস্থিতি সামাল দেওয়া যেত কি না, সে নিয়েও সন্দেহ রয়েছে। বৃষ্টির জন্য বন্যা থেকে রক্ষা মিলতে পারে। কিন্তু যেভাবে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ঘাটাল মাস্টারপ্ল্যানেও সম্ভব নয় বলে মনে হয়। ইতিমধ্যেই ডিভিসির বোর্ড ও কমিটি থেকে রাজ্যে দুই আধিকারিক ইস্তফা দিয়েছেন। দফায় দফায় প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলে ঘাটালের বন্যা পরিস্থিতির দিকে নজর রাখছেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। যদিও বিরোধীরা ঘুরেফিরে প্রসঙ্গের কেন্দ্রবিন্দুতে টেনে নিয়ে আসছেন সেই ঘাটাল মাস্টার প্ল্যানকে। এই বিষয়ে দেব (Dev) জানিয়েছেন, মাস্টারপ্ল্যানের সুপারিশ করে যে কমিটি, তা যদি বাস্তবায়িত হয়, তা হলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে। অনেকগুলি জায়গাকে নদীতে পরিণত করতে হবে। সেটা তো সম্ভব নয়। তাই নতুন প্ল্যান অনুযায়ী চার কিলোমিটার জমিকে বাঁধে পরিণত করে দু’টি নদীকে মেলাতে হবে। সেই কাজ শুরু হয়ে গিয়েছে। জমি অধিগ্রহণ চলছে। পাশাপাশি তারকা সাংসদ বলেন রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করছে। মাত্র তিন মাসে এত বড় একটা প্রজেক্ট হওয়ার সম্ভব নয় এ কথা সকলেই জানেন। তাই বিরোধীদের কথায় কান না দিয়ে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষকে কী ভাবে দুর্ভোগের হাত থেকে বাঁচানো যায় এখন সেটাই তাঁর মূল লক্ষ্য।


Related articles

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...

বার্নপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা! উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে ভক্তদের 

আগামিকাল অর্থাৎ রবিবার প্রথমবার আসানসোলের বার্নপুর আনা হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জোড়া পাদুকা। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই...

বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিকদের! শাহকে চিঠি সাংসদ সামিরুলের

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার ও বৈষম্যের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন...
Exit mobile version