Wednesday, May 7, 2025

রাজ্য সরকার ধানের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মরশুমে রাজ্য সরকার চাষিদের কাছ থেকে কুইন্ট্যাল পিছু ২১৮৩ টাকা দাম দিয়েছিল এবার তা ১১৭টাকা বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। ধান চাষিদের সুবিধার জন্য প্রতিটি জেলাতেই ক্রয়কেন্দ্র বাড়ানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকা থেকে ধান সংগ্রহ করার জন্য মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গিয়ে চাষিদের থেকে খাদ্য দফতর  সরাসরি ধান কিনবে। আগামী  মরশুমে ধান কেনার জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও সক্রিয়ভাবে নামানো হচ্ছে। এছাড়া বেনফেড, নাফেড, কনফেড-এর মতো সংস্থাগুলিও ধান কিনবে। ধান ভেঙে চাল করার জন্য রাইসমিলগুলির কাছ থেকেও আবেদনপত্র নেওয়া হচ্ছে। অনলাইনে এই আবেদন করতে হবে।

জানা গিয়েছে, আগে খোলা বাজারে ধানের দাম বেশি থাকত। চাষিরা ক্রয়কেন্দ্রে না গিয়ে ফড়েদের ধান বিক্রি করত। অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট পূরণ করতে পারত না। কিন্তু, গত বছরও ধানের দাম সরকার বেশি দেওয়ায় অধিকাংশ জেলা ধান কেনার টার্গেট ছুঁয়ে ফেলেছে। ধান কেনার ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা এক নম্বরে রয়েছে। দ্বিতীয় স্থানে হুগলি। সামনের মরশুমে প্রতিটি জেলাতেই ধান কেনার টার্গেট বাড়ানো হয়েছে। অনেক সময় ফড়েরা অন্যের নথি দিয়ে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করে। তারা সেটা যাতে করতে পারে তার জন্য বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। নাম নথিভুক্ত হওয়ার পর চাষিদের আঙুলের ছাপ দিতে হবে। তবে এবার থেকে বর্গাদাররাও ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। তবে তাদের জমি সংক্রান্ত স্ব-ঘোষণাপত্র দিতে হবে।

সরকার ধানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় চাষিরা খুশি। কৃষিক্ষেত্রে সব জিনিসের দাম বেড়ে গিয়েছে। সারের দাম আকাশ ছোঁয়া। এবছর অনেক জমিতে দু’বার ধান রোপণ করতে হয়েছে। ধানের দাম না বাড়ানো হলে চাষিরা সমস্যায় পড়তেন। মূল্যবৃদ্ধির জন্য চাষিদের নাভিশ্বাস উঠেছে। সরকার দাম বাড়িয়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সব চাষি যাতে ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারে সেটা দেখা দরকার। বিভিন্ন অজুহাত দেখিয়ে চাষিদের ক্রয়কেন্দ্র থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া ধানে ধুলো রয়েছে বলে চাষিদের বিপাকে ফেলার প্রবণতা রয়েছে। এমনটাই দাবি ধান চাষিদের।









Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version