সময়ের মধ্যেই উচ্চ প্রাথমিকের প্যানেল (Panel) প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কলকাতা হাই কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইনের (Deadline) মধ্যেই এই দিন ঘোষণা করা হয়। কিন্তু রাজ্যে অশান্তি ছড়াতে বিরোধীদের উস্কানিতে সোমবার কর্মব্যস্ত দিনে সল্টলেক করুণাময়ী চত্বরে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান।
আরও খবর: নিজেদের মূর্তি না বানিয়ে ফ্লাড কন্ট্রোলের টাকা দিলে কাজ হত: বর্ধমান-বাঁকুড়ায় কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর