কোটা গ্রামের গণহত্যার রায় ঘোষণা করল বীরভূমের (Birbhum) অতিরিক্ত জেলা দায়রা আদালত। বাম আমলে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের অপরাধীদের সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রায় ৪ দশকের বেশি সময় ধরে চলা ওই মামলার দোষীদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর যাঁরা বেঁচে আছেন তাঁদের বেশিরভাগই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। ঠিকমতো হাঁটতে চলতে পারেন না। সোমবার দোষী সাব্যস্ত ১৩ জনকে ধরে ধরে ভ্যানে তোলে পুলিশ (Birbhum)।
