হরিদেবপুরে হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ৩

আরজি কর-কাণ্ডের রেশ এখনও মেলায় নি। এই আবহে হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহিলা ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুরের(haridebpur) আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ওই ওয়ার্ডেনই নন, এক প্রাইভেট ইংরেজি শিক্ষক এবং আরও একজনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ছাত্রীরা। অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ(police)।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ওয়ার্ডেনের স্বামী সুপ্রিয় সিং মাঝে মধ্যেই হস্টেলে আসতেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ জানেন না। কয়েকজন নাবালিকা ছাত্রীকে অগাস্ট মাসে যৌন হেনস্থা(sexual harrasment)করা হয় বলে অভিযোগ উঠেছিল। ছাত্রীরা ওই ঘটনার পর থেকে ভয়ে ভয়ে থাকত। অভিযোগ, ছাত্রীদের হুমকি দিয়ে কারও কাছে মুখ না খুলতে বলা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতি রবিবার ওই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তাদের পরিবারের সদস্যরা। অভিভাবকরা ওই ছাত্রীদের আচরণ বদলে যাওয়া দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপরই যৌন হেনস্থার বিষয়টি অভিভাবকদের(gurdian )মারফত প্রকাশ্যে আসে। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। তারা হল বিশ্বনাথ শীল এবং শোভন মণ্ডল।
এরপরই অভিভাবকরা হস্টেলের ফাদারের কাছে বিষয়টি জানান। ফাদার রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিয় সিং, শোভন মণ্ডল এবং বিশ্বনাথ শীলকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।