Wednesday, August 27, 2025

আরজি কর-কাণ্ডের রেশ এখনও মেলায় নি। এই আবহে হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহিলা ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুরের(haridebpur) আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ওই ওয়ার্ডেনই নন, এক প্রাইভেট ইংরেজি শিক্ষক এবং আরও একজনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ছাত্রীরা। অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ(police)।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ওয়ার্ডেনের স্বামী সুপ্রিয় সিং মাঝে মধ্যেই হস্টেলে আসতেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ জানেন না। কয়েকজন নাবালিকা ছাত্রীকে অগাস্ট মাসে যৌন হেনস্থা(sexual harrasment)করা হয় বলে অভিযোগ উঠেছিল। ছাত্রীরা ওই ঘটনার পর থেকে ভয়ে ভয়ে থাকত। অভিযোগ, ছাত্রীদের হুমকি দিয়ে কারও কাছে মুখ না খুলতে বলা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতি রবিবার ওই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তাদের পরিবারের সদস্যরা। অভিভাবকরা ওই ছাত্রীদের আচরণ বদলে যাওয়া দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপরই যৌন হেনস্থার বিষয়টি অভিভাবকদের(gurdian )মারফত প্রকাশ্যে আসে। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। তারা হল বিশ্বনাথ শীল এবং শোভন মণ্ডল।
এরপরই অভিভাবকরা হস্টেলের ফাদারের কাছে বিষয়টি জানান। ফাদার রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিয় সিং, শোভন মণ্ডল এবং বিশ্বনাথ শীলকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।









Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version