Saturday, May 3, 2025

কেজরিওয়ালকে রামের সঙ্গে তুলনা! দায়িত্ব নিয়েও মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা রাখলেন অতিশি

Date:

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) রামের সঙ্গে তুলনা করলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা (Atishi Marlena)। সোমবার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। তবে মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়াল যে চেয়ারে বসতেন সেই চেয়ার ফাঁকা রেখে পাশের চেয়ারে বসলেন অতিশি। ২০২৫ বিধানসভা নির্বাচনের আগে আপের ভাবমূর্তি ফেরাতে নানাভাবে সচেষ্ট শীর্ষ নেতৃত্ব। পরিষেবার পাশাপাশি দলের নীতিগত অবস্থান নিয়েও সাধারণ মানুষের কাছে স্পষ্ট করে দিচ্ছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অতিশি।

অরবিন্দ কেজরিওয়াল যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন (resignation) সেদিন চোখের জল ফেলে অতিশি দাবি করেছিলেন আপের প্রধান কর্তব্য ফের মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালকে ফিরিয়ে আনা। আপ কেজরিওয়ালকে সামনে রেখে ২০২৫ নির্বাচনের জন্য যে এখন থেকেই মাঠে নামছে, তা বুঝিয়ে দিতে বাকি রাখেননি কেজরিওয়াল থেকে আপ (AAP) নেতারা। মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগকেও রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে আপ।

 

একইভাবে দায়িত্বভার গ্রহণের মধ্যে দিয়েও সেই রাজনৈতিক চিন্তাভাবনার প্রতিফলন রাখলেন অতিশি। সোমবার মুখ্যমন্ত্রীর দফতরে কেজরিওয়ালের চেয়ার ছেড়ে অন্য চেয়ারে বসেন তিনি। অতিশি (Atishi) দাবি করেন, “রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় ভরত যেভাবে কষ্ট পেয়েছিলেন তেমনই আজ আমার মন ভারাক্রান্ত। কেজরিওয়াল শ্রীরামচন্দ্রের আদর্শ মেনে দিল্লিবাসীর সেবা করেছিলেন এবং সেই মর্যাদা ধরে রাখতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। রামচন্দ্র ১৪ বছর বনবাসে থাকাকালীন ভরত তাঁর খড়ম রেখে রাজ্যভার সামলেছিলেন। সেইভাবেই আমিও চারমাস দিল্লির (Delhi) শাসনভার সামলাবো।”

 

বিজেপির চক্রান্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রিত্বে আসবেন না বলে দাবি করে পদত্যাগ করেছিলেন কেজরিওয়াল। আপ বিধায়কদের সিদ্ধান্তে সেই দায়িত্ব পেয়েছেন অতিশি মারলেনা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরে দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী (chief minister) হলেন অতিশি। তবে দিল্লির মানুষ কেজরিওয়াল ও আপের (AAP) পরিষেবার পাশাপাশি তাঁদের আদর্শকেও বুঝবেন বলেই আশা অতিশির। সোমবার তিনি বলেন, “আমার বিশ্বাস দিল্লির মানুষ কেজরিওয়ালকে আরও বেশি ভোটে জিতিয়ে আবার দিল্লির ক্ষমতায় আনবেন। তিনি আবার মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। ততদিন আমি এই দায়িত্ব সামলাবো।”

 

Related articles

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...
Exit mobile version