Monday, August 25, 2025

চাইল্ড পর্নোগ্রাফি-তে ‘না’ সুপ্রিম কোর্টের, দেখা বা ডাউনলোডে শাস্তি!

Date:

গোটা দেশে শিশুদের প্রতি অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। এবার পাশবিক মানসিকতা বদলাতে পদক্ষেপ নেওয়া শুরু করল সর্বোচ্চ আদালত। শিশু পর্নোগ্রাফি (child pornography) দেখা বা ডাউনলোড (download) করা পকসো আইনের (POCSO) আওতায় শাস্তিযোগ্য অপরাধ, রায় দিল সর্বোচ্চ আদালত। শিশুদের উপর যৌন নির্যাতন আটকাতে সোমবার মাদ্রাজ হাই কোর্টের রায় খারিজ করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।

কয়েকদিন আগে ২৮ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করে দেখার অভিযোগ উঠেছিল। সেই মামলায় মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court) জানায়, শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা-দেখা পকসো এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের আওতায় অপরাধ বলে গণ্য করা হবে না। সোমবার সেই মামলাতেই ফের ফৌজদারি কার্যক্রম জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। মামলাটি পুনরায় দায়রা আদালতে পাঠানো হয়েছে।

এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) নেতৃত্বাধীন বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানায়, মাদ্রাজ হাই কোর্টের রায় ‘গুরুতর ত্রুটিযুক্ত’। জানানো হয়েছে, ‘বর্তমানে পর্নোগ্রাফি দেখার মতো ভয়ংকর সমস্যা নিয়ে লড়ছে শিশুরা। আমাদের সমাজকে পরিণত হতে হবে যাতে শাস্তির বদলে শিক্ষা দেওয়া যায়।’ সমাজে বিকৃত মানসিকতার সংস্কারে জোর দিয়েছে শীর্ষ আদালত।

এই মামলায় কেন্দ্রকে দেশের আইনে সংশোধনের সুপারিশ করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে পর্যবেক্ষণে জানিয়েছে, ‘চাইল্ড পর্নোগ্রাফি’ শব্দটিকে পরিবর্তন ‘চাইল্ড সেক্সুয়ালি অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টিভ মেটিরিয়াল’ (Child sexually abusive and exploitive material) হিসেবে গণ্য করে সংশোধনী আনা হয়।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version