Wednesday, November 12, 2025

শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি

Date:

রাজ্য আর্জি জানিয়েছিল, আর সেই আর্জি মেনে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এই মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৭শ সেপ্টেম্বর। তা পিছিয়ে হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর।

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি দু’থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, সোমবার বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। এ দিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই দু’টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে দ্বিতীয় রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি ক্ষোভ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সিবিআই ঘুমোচ্ছে। তাদের এই তদন্তে এক সপ্তাহের মধ্যে শেষ হবে না। তাতে সময় লাগবে।উল্লেখ্য, গত ৯ অগাস্ট কলকাতার সরকারি হাসপাতালের ঘটনার ভয়াবহতায় উত্তাল গোটা দেশ। সর্বস্তরে শুরু হয়েছে প্রতিবাদ। দোষীদের দ্রুত বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রতিবাদে সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তাররাও। এসবের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। শুরু হয় শুনানি।









Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version