আইএসএল-এ প্রথম জয় মোহনবাগানের, ঘরের মাঠে ৩-২ গোলে হারল নর্থইস্ট ইউনাইটেডকে

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

২০২৪ ডুরান্ড কাপের বদলা নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সঙ্গে ২০১৪-২৫ আইএসএল-এর প্রথম জয়ের মুখ দেখল জোসে মলিনার দল। এদিন ঘরে মাঠ যুবভারতীতে নর্থইস্ট উইনাইটেডকে হারাল ৩-২ গোলে। বাগানের হয়ে গোল দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস এবং জেসন ক্যামিংসের।

আইএসএল-এর প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে জয়ই লক্ষ্য ছিল মলিনার। সেটাই করে দেখাল তার দল। এক গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয় পেল বাগান ব্রিগেড। আর জয়ের ফলে তিন পয়েন্ট পেল সবুজ-মেরুন। ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমনের লড়াই। ম্যাচের ৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নর্থইস্ট। ম্যাচের ১০ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। বাগানের হয়ে ১-১ করেন দীপেন্দু বিশ্বাস। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট। যার ফলে ম্যাচের ২৪ মিনিটে ২-১ এগিয়ে যায় বেনালির দল। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থাকে সবুজ-মেরুন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক বদল করেন বাগান কোচ জোসে মলিনা। থাপাকে তুলে সামাদ এবং মনভীর সিংকে তুলে ক্যামিংসকে নামন বাগান কোচ । এরপরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাহান। যার ফলে ম্যাচের ৬১ মিনিটে সমতা ফেরায় বাগান অধিনায়ক শুভাশিস বোস। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচে ৮৭ মিনিটে গোল করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা ক্যামিংস। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি জোসে মলিনার দল।

আরও পড়ুন- এগিয়ে থেকেও কেরালার বিরুদ্ধে হার, ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ?