Wednesday, August 20, 2025

গুজরাটের শিক্ষকের লা.লসায় ৬ বছরের শিশু! ধ.র্ষণে বা.ধার শা.স্তি খু.ন

Date:

Share post:

বাংলায় নারী নির্যাতনের ঘটনায় পথে রাজনীতির মঞ্চ কাঁপানোর চেষ্টা করেছে বিজেপি। অথচ বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষার ফাঁপা ছবিটা বারবার প্রকাশ্যে চলে এসেছে। তখন বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিবাদ, আন্দোলন দেখা যায়নি। তার জন্য বিজেপি শাসিত রাজ্যে বারবার দাঁত নখ বের করে নারী থেকে শিশুদের উপর অত্যাচার বাড়িয়েছে। এবার সেই নৃশংসতার তালিকায় উঠে এল নরেন্দ্র মোদির গুজরাট। প্রধান শিক্ষকের লালসার শিকার ছ’বছরের শিশুকন্যা। অভিযোগ নিজের স্কুলের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রধান শিক্ষক। শিশুটি বাঁধা দেওয়ায় তাকে খুন করে স্কুল চত্বরেই ফেলে রাখা হয়।

ঘটনাটি ঘটেছে গুজরাটের দোহাড় জেলার একটি প্রাইমারি স্কুলে। ছাত্রীর মৃত্যুরহস্যের তদন্তে নেমে শিউরি উঠছে পুলিশও। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ৫৫ বছরের প্রধান শিক্ষক গোবিন্দ নাটকে। বৃহস্পতিবার স্কুল চত্বর থেকেই ছ’বছরের ছাত্রীর দেহ উদ্ধার হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর ময়নাতদন্ত করে দেখা যায়, ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । ১০ জনের একটি তদন্তকারী দল তৈরি করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে ছাত্রীর মা পুলিশকে জানান, কাছাকাছি বাড়ি হওয়ায় প্রধান শিক্ষক গোবিন্দ নাট্টের সঙ্গে তাঁর গাড়িতে স্কুলে যাতায়াত করত শিশুটি। সেদিন প্রধান শিক্ষকের গাড়িতেই উঠেছিল সেই ছাত্রী। এর পর প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান মেয়েটিকে স্কুলে নামিয়ে দিয়ে একটি কাজে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর এই দাবি যুক্তিযুক্ত বলে মনে হয়নি পুলিশের। তাঁর ফোন ঘেঁটে লোকেশন বের করলে দেখা যায়, ওই দিন দেরিতে স্কুলে এসেছিলেন তিনি। এর পর জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন অভিযুক্ত, নিজের অপরাধ স্বীকার করেন।

পুলিশি জেরায় ছাত্রীকে খুন এবং খুনের কারণ জানান অভিযুক্ত প্রধান শিক্ষক। সেদিন রাস্তায় যৌন হেনস্তার চেষ্টা করেছিলেন তিনি। তখন ছাত্রী চিৎকার করে উঠলে তাকে গলা টিপে খুন করেন গোবিন্দ। স্কুলে পৌঁছে গাড়ির মধ্যে রেখে দেন মৃতদেহ। ছুটির পর গোটা স্কুল ফাঁকা হতেই গাড়ি থেকে ছাত্রীর দেহ নামিয়ে শ্রেণিকক্ষের পাশে রেখে পালিয়ে যান তিনি। ভারতীয় ন্যায় সংহিতার আওতায়, যৌন নির্য়াতন থেকে শিশু সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন- বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য, সাংসদ-বিধায়কদের তহবিলের টাকায় সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...