Thursday, November 13, 2025

হাঁড়ি দিয়ে জল আটকাবে? বন্যায় সুকান্তর বিভ্রান্তিকর মন্তব্যের পাল্টা কুণাল

Date:

কেন্দ্র সরকার বাংলার প্রতি বঞ্চনা ছাড়া আর কোনও পথই ভাবতে পারে না, বিজেপি নেতাদের প্রকাশিত ডিভিসির চিঠি নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা স্পষ্ট করে দিল তৃণমূল। বিজেপি নেতারা যেভাবে দাবি করেন জল ছাড়ার আগে ডিভিসি (DVC) চিঠি দিয়েছিল রাজ্যকে, তা যে আদতে কেন্দ্রের বঞ্চনাকেই প্রকাশ করছে তা তুলে ধরলেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি তিনি দাবি করেন যে মাস্টার প্ল্যানগুলো (master plan) করার কথা সেগুলো এড়িয়ে যাচ্ছে কেন্দ্রের সরকার।

ডিভিসির (DVC) জল ছাড়ার আগে ১৭ সেপ্টেম্বর রাজ্য সরকারকে যে চিঠি দিয়েছিল তা তুলে ধরে ডিভিসির বিপুল জল ছাড়াকে সমর্থন করার চেষ্টা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু আদতে তাতে যে রাজ্যের দশটি জেলার মানুষের বানভাসি হওয়া কোনওভাবেই আটকানো যেত না, তা স্পষ্ট করে দেন কুণাল। তিনি দাবি করেন, “ডিভিসি খবর দিয়ে যে চিঠি দিয়েছিল তা রুটিন চিঠি। বিষয়টা এই বিপুল পরিমাণ জল ছাড়াটাই। আপনি খবর পেলেন আপনার এলাকায় বিপুল পরিমাণ জল ঢুকছে। আপনি রুটিন লোককে বলতে পারেন সতর্ক থাকো। কিন্তু ওই ভয়ঙ্কর জল ঢুকলে লোকে কী হাঁড়ি কলসি দিয়ে জল আটকাবে? এটা কোনও কাজের কথা?”

বিজেপির নেতারা এই পরিস্থিতিতে রাজনীতি করতে বা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন বলে দাবি করেন কুণাল। তিনি বলেন, “বিজেপির সুকান্ত মজুমদার সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে চাইছেন। মূল সমস্যা ডিভিসির (DVC) জল ছাড়া। মূল সমস্যা বাঁধের (dam) নাব্যতা না বাড়ানো, বাঁধের জল ধারণ ক্ষমতা না বাড়ানো। সমস্যা একসঙ্গে এতটা পরিমাণ জল ছাড়া। সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যানগুলোয় কেন্দ্রের সাহায্য দেওয়ার কথা। সেগুলো না করা। আধ ঘণ্টা আগে খবর পাচ্ছেন না আধ ঘণ্টা পরে তার সঙ্গে মূল সমস্যার কোনও সম্পর্কে নেই।”

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version