Monday, November 10, 2025

সন্দেশখালি-কাণ্ডের আবহে জিতিয়ে ছিলেন তৃণমূলকে, ‘চ্যাম্পিয়ন’ নুরুলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ অভিষেকের

Date:

সন্দেশখালি নিয়ে প্রবল উত্তেজনার মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র হাজি নুরুল ইসলামকে (Haji Nurul Islam) প্রার্থী করেছিল তৃণমূল (TMC)। তাঁর হয়ে একাধিকবার প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, অকালে চলে গেলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অভিষেক। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) তিনি লেখেন, হাজি নুরুল ইসলাম ছিলেন দলের চ্যাম্পিয়ন।সন্দেশখালিকাণ্ডকে ইস্যু করে রাজ্য রাজনীতিতে জলঘোলায় নেমেছিল বিরোধীরা। যদিও রাজ্য প্রশাসনের তৎপরতায় দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি। তবে, মাঝে মধ্যেই  উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে গেরুয়া শিবির। বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে সন্দেশখালি। সেই পরিস্থিতিতে হাজি নুরুলকে প্রার্থী করে লড়াইয়ে নামে তৃণমূল। বিপুল ভোটে জেতেন হাজি নুরুল ইসলাম। এদিন তাঁর মৃত্যু সংবাদের পরে অভিষেক (Abhishek Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“বসিরহাটের আমাদের লোকসভা সাংসদ হাজি নুরুল ইসলামের প্রয়াণের খবর শুনে আমি গভীর শোকাহত। তিনি মা, মাটি, মানুষের একজন সত্যিকারের চ্যাম্পিয়ন ছিলেন। তাঁর শেষ দিনগুলিতেও মানুষের সেবা এবং তাদের মঙ্গল রক্ষার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং আমি তার আত্মার শান্তি কামনা করি।”তৃণমূল কংগ্রেসের তরফে হাজি নুরুল ইসলামের প্রয়াণে শোকপ্রকাশ করে জানানো হয়েছে, “দলের দীর্ঘদিনের সদস্য এবং বসিরহাটের সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের প্রয়াণে আমরা শোকতপ্ত। আমরা হাজি শেখ নুরুল ইসলামের বিদেহী আত্মার সান্তি কামনা করছি। তাঁর পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”











Related articles

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...
Exit mobile version