Saturday, November 22, 2025

সন্তানের সামনে মাকে খুন! ‘কুড়িয়ে পাওয়া অস্ত্রে’ই খুনি স্বামী

Date:

Share post:

ঘরের মধ্যে স্ত্রী সন্তানের সঙ্গেই ছিলেন প্রসেনজিত বারুই। হঠাৎই বাজি ফাটার মতো শব্দ শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন প্রসেনজিতের বাবা। ঘরে ঢুকেই দেখেন বৌমা মৈত্রী রক্তারক্তি অবস্থায় মাটিতে পড়ে। ছেলের হাতে বন্দুক। সামনে বসে পাঁচ বছরের ছোট ছেলে। কোনওক্রমে হাসপাতাল নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। স্ত্রীকে খুনের অভিযোগে অস্ত্রসহ প্রসেনজিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশের কাছে প্রসেনজিত যে বয়ান দেয় তা শুনে এতটুকুও সত্যি মনে হয়নি পুলিশের। মৈত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি কীভাবে প্রসেনজিতের কাছে বন্দক এলো, তদন্তে চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissioner)।

হুগলির (Hooghly) কোন্নগরের কানাইপুরের বাসিন্দা প্রসেনজিতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল স্ত্রী মৈত্রীর, দাবি ঘাতক স্বামীর বাবা পরিমলের। পেশায় রাজমিস্ত্রী প্রসেনজিত কাদের সঙ্গে মিশত তা জানেন না বলেই দাবি করেন পরিমল বারুই। সেক্ষেত্রে তারই হাতের অস্ত্র থেকে গুলি বেরিয়েই যে মৃত্যু হয়েছে বৌমা মৈত্রীর, সেকথা তিনি স্বীকার করছেন।

পুলিশের দাবি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের গুলিতে মৃত্যু হয়েছে গৃহবধূর। যদিও পুলিশি জেরায় প্রসেনজিত দাবি করেছে পুকুরের পাড়ে সেই বন্দুক কুড়িয়ে পেয়েছিল সে। অস্ত্র কীভাবে চলবে সেটাই পরীক্ষা করছিল সে। সেই সময়ই আচমকা গুলি বেরিয়ে যায়। আর তাতেই মৃত্যু হয় স্ত্রী মৈত্রীর, দাবি প্রসেনজিতের।

চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি (Amit P Javalgi) জানান,খুনের অভিযোগ দায়ের করা হবে। মৃতদেহের ময়না তদন্তে ভিডিও গ্রাফি করা হবে। অভিযুক্তের দাবী খতিয়ে দেখা হবে। অত্যাধুনিক অস্ত্র (improvised gun) পুকুর থেকে পেলে সেটা লোডেড (loaded) থাকা সম্ভব না,যদি পেয়েও থাকে পুলিশকে জানায়নি কেন? সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...