Friday, August 22, 2025

আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ঋষভ পন্থ 

Date:

Share post:

শুক্রবার কানপুর টেস্ট (Test) শুরু হবে।তার আগে চেন্নাই টেস্টে ভাল খেলার পুরস্কার পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। আইসিসি টেস্ট ক্রমতালিকায় ছয় নম্বরে উঠে এলেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নতুন যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে, তাতে  টেস্ট ব়্যাঙ্কিংয়ের(Test tanking) প্রথম দশে রয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার।কিন্তু সেই তালিকায় নেই বিরাট কোহলি।

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। ৮৯৯ রেটিং পয়েন্ট তাঁর। এই তালিকায় একধাপ উঠে পাঁচে পৌঁছেছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৭৫১। ছয়ে থাকা পন্থের পয়েন্ট ৭৩১।দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটের আঙিনাতে ফিরে একই মেজাজে দেখা গিয়েছিল ঋষভকে।এই টেস্ট ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ভারত অধিনায়ক। ১০ নম্বরে থাকা রোহিত শর্মার(Rohit Sharma) পয়েন্ট ৭১৬।রোহিতের মতো বিরাট কোহলিরও(Virat koholi) আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় অবনতি হয়েছে। ৫ ধাপ নেমে যাওয়ার পর বিরাট পৌঁছে গিয়েছেন ১২ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭০৯।

আসলে চেন্নাই টেস্টটা ভালো কাটেনি বিরাট, রোহিতের।তার প্রভাব আইসিসি ক্রমতালিকাতেও দেখা গেল। সামনেই ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেখানে বিরাট ভালো পারফর্ম করতে পারলে, আইসিসি টেস্ট ব্যাটারদের তালিকায় ফের তার উন্নতি হবে।চেন্নাই টেস্ট টিম ইন্ডিয়া জেতার পর আইসিসি ব়্যাঙ্কিংয়ে তাদের নামের পাশে পয়েন্ট ও স্থান বদল হয়েছে।চিপকে সেঞ্চুরি করা শুভমন গিলের অবশ্য উন্নতি হয়েছে। তিনি ৫ ধাপ উঠে ১৪ নম্বরে পৌঁছেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭০১।এখন দেখার কানপুর টেস্টের(Kanpur test) পর কে কোন জায়গায় পৌঁছান।









spot_img

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...