Monday, August 25, 2025

বিজেপি রাজ্যে ২১ পড়ুয়াকে যৌন নির্যাতন! অরুণাচলে হস্টেল ওয়ার্ডেনকে ফাঁসির সাজা

Date:

বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত নয় মহিলারা, দেশ জুড়ে সেই চিত্র বারবার উঠে এসেছে। এবার বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা ঘটল যাকে আদালত ‘দেশের প্রথম ঘটনা’ বলে উল্লেখ করেন। অরুণাচলপ্রদেশে (Arunachal Pradesh) এবার সরকার পরিচালিত একটি আবাসিক স্কুলে ২১ জন পড়ুয়ার উপর যৌন নির্যাতনের কাণ্ড! টানা আট বছর ধরে এই অপকর্ম করে গিয়েছে হস্টেলের ওয়ার্ডেন (hostel warden)! অবশেষে তাঁর এই ঘৃণ্য আচরণের জন্য তাকে মৃত্যুদণ্ড দিল আদালত। বৃহস্পতিবার বিশেষ আদালত ফাঁসির সাজা (death sentence) ঘোষণা করল।

আদালত সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি আবাসিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে এই বিকৃত এবং নৃশংস আচরণ করেছে সেই সময় ওয়ার্ডেনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি, ইউমকেন বাগরা। এই ঘটনায় বিশেষ আদালতের তরফে অভিযুক্ত ও দুজনকে আদালত দোষী সাব্যস্ত করেছে। তাদের দু’জনকেই ২০ বছর করে সশ্রম কারাদণ্ড (rigorous imprisonment) দেওয়া হয়েছে। এই দু’জন হল,প্রাক্তন প্রধান শিক্ষক ও হিন্দি ভাষার একজন শিক্ষিকা। দুটি শাস্তিই প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো (POCSO) আইনে দেওয়া হয়েছে।

নিগৃহীত ২১ পড়ুয়ার তরফে মামলাটি লড়েন ওয়াম বিংগেপ। এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান,”আদালতের সিদ্ধান্তে আমরা খুশি। আদালতের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম, যাতে এই ঘটনায় দোষীদের কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আদালত আমাদের সেই আর্জি মঞ্জুর করেছে।”

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version