আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার ফের পথে নামল সিপিআইএমের ছাত্র, যুব মহিলা সংগঠন। প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় জড়ো হন বাম কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে পৌঁছায় ধর্মতলায়। সেই জনসভা থেকে স্পষ্ট ঘোষণা করা হয়, আরজি কর কাণ্ডে অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত, রাজ্যজুড়ে বামেদের লাগাতার প্রতিবাদ চলবে।
এদিন ধর্মতলার জনসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা নিয়ে কটাক্ষ করেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, ১৪৪ ধারা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার। আগের কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের জন্য রাজ্যজুড়ে আন্দোলন চলে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা নড়ছি না।আমাদের আন্দোলন চলবে।
