মৃত্যু হয়েছে ধরে ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক (Doctor)। দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তে। ঠিক তখনই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল “আমি তো বেঁচে আছি”। দেহ উঠে বসতেই আঁতকে ওঠেন হাসপাতালের কর্মীরা। বিহারের (Bihar) নালন্দা জেলার শরিফ হাসপাতালের (Hospital) ঘটনা। সূত্র মারফত তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপিশাসিত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।
আরও খবর: তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনে এক বছরে ফাঁসির সাজা আদালতের