Saturday, August 23, 2025

মৃত্যু হয়েছে ধরে ঘোষণা করে দিয়েছেন চিকিৎসক (Doctor)। দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তে। ঠিক তখনই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল “আমি তো বেঁচে আছি”। দেহ উঠে বসতেই আঁতকে ওঠেন হাসপাতালের কর্মীরা। বিহারের (Bihar) নালন্দা জেলার শরিফ হাসপাতালের (Hospital) ঘটনা। সূত্র মারফত তথ্য অনুসারে, ওই ব্যক্তিকে হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রশ্নের মুখে বিজেপিশাসিত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।হাসপাতাল সূত্রে খবর, সাফাইকর্মী পরিষ্কার করতে গিয়ে দেখেন হাসপাতালের (Hospital) দোতলার শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কাধাক্কি দেওয়ার পরেও দরজা কেউ খোলেনি। শেষে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে দেখা যায় শৌচাগারের মেঝেয় পড়ে এক যুবক। ডাকলেও সাড়া মেলেনি তাঁর। ডেকে আনা হয় চিকিৎসককে। তিনি পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ হাসপাতালের শৌচাগারে পড়ে রয়েছে খবর ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় হাসপাতালে।

আরও খবর: তিলজলায় শিশুকে যৌন নির্যাতন ও খুনে এক বছরে ফাঁসির সাজা আদালতের

এদিকে, হাসপাতালের কর্মীরা যখন দেহ ময়নাতদন্তের জন্য তড়িঘড়ি শুরু করেছে, সেই সময়ই সবাইকে চমকে দিয়ে উঠে দাঁড়ায় ওই যুবক। তাঁকে এভাবে উঠে দাঁড়াতে দেখে আঁতকে ওঠেন সকলে। পরে মৃতকে এভাবে বেঁচে উঠতে দেখে হাসির রোল ওঠে হাসপাতাল চত্বরে। রাকেশ কুমার নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন ওষুধ কিনতে। হাসপাতালে পিছনে বসেই সে নেশা করছিল। তার পরে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে একজন জীবিত যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন কী করে তা নিয়ে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ।









Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version