তিলজলায় (Tiljala) সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা করা হল। ২০২৩-র ২৬ মার্চ তিলজলায় (Tiljala) সাত বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা করে আলিপুরের (Alipur) বিশেষ POCSO আদালত। বৃহস্পতিবার, এই সাজা ঘোষণা করে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে।” খুনের পর সেদিন উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
অপহরণ, ধর্ষণ, অস্বাভাবিক যৌন নির্যাতনের মতো অভিযোগে বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালত অলোক কুমারকে দোষী সাব্যস্ত করে। যে ৪৫জন সাক্ষী দিয়েছেন, তাঁরা অলোক কুমারের বিরুদ্ধেই সাক্ষ্য দিয়েছেন। পুলিশ সব অভিযোগের প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সাজা ঘোষণার সময় বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “নিজের যৌন লালসার জন্য জোর করে ঘরে ঢোকানো হয় শিশুকে। দেওয়ালে মাথা ঠুকে, দুধরনের হাতুড়ি ব্যবহার করেন মৃত্যু নিশ্চিত করা হয়।” পাশাপাশি তিনি মন্তব্য করেন বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। শিশুটির ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির।”