প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্গাপুজোর জন্য কন্ট্রোল রুম সারাদিন খোলা থাকবে: অরূপ বিশ্বাস

দুমাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজো উপলক্ষ্যে এখন ২৪X৭ প্রতিদিন কন্ট্রোল রুম খোলা থাকবে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত।

দুর্গাপুজোর আগে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রতিবছরই বিদ্যুৎ দফতর তৎপর হয়। এবারও তার ব্যতিক্রম হলনা। বৃহস্পিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, পুজোর কথা মাথায় রেখে এবং দুর্যোগের কথা মাথায় রেখে বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম সারাদিন খোলা আছে। দুমাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজো উপলক্ষ্যে এখন ২৪X৭ প্রতিদিন কন্ট্রোল রুম খোলা থাকবে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত।

তিনি বলেন, যত সময় যাচ্ছে দুর্গাপুজোর সংখ্যা যেমন বাড়ছে তেমন পুজোর বিদ্যুতের চাহিদা বারছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০১১ সালে ২০ হাজার ৯০০ টি পুজোকে অস্থায়ী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সেখানে ২০২৩ সালে সংযোগ দিতে হয়েছে ৪৭ হাজার ২৭৫ট পুজোকে। সারাদিন কন্ট্রোল রুম খোলা থাকবে। সব রিজওনাল অফিস খোলা থাকবে।দফতরের ১৫৯১ টা অফিস ২৪X৭ খোলা থাকবে।জরুরি প্রয়োজনে যে কেউ যোগাযোগ করতে পারেন ৮৯০০৭৯৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।

তিনি বলেন, প্রকৃতির উপর আমাদের হাত থাকে না। কিন্তু মানুষ জানান, আমাদের লোকাল অফিস থেকে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছানো হয়।প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় ১৮৬০ টি বিদ্যুতের পোল ভেঙেছিল। প্রাকৃতিক দুর্যোগে তার ছিঁড়ে গিয়েছিল ৮৮৫মিটার।পুজো কমিটিকে সাহায্য করার বিদ্যুৎ দফতর সচেষ্ট।

[3:22 pm, 26/9/2024] Chandan: