চিনগামী বিমানের জরুরি অবতরণ কলকাতায়, এড়ানো গেল না কিশোরির মৃত্যু

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইরাকি এয়ারওজের বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। চিনের গুয়াংঝৌ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

ইরাক থেকে চিনে যাওয়ার পথে কলকাতায় জরুরি অবতরণ করল চিনের বিমান। বুধবার রাতে আচমকাই জরুরি অবতরণ করে ইরাকি এয়ারওয়েজের একটি বিমান। মাঝ আকাশে আচমকা অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। ফলে চিনগামী বিমান ১০টা ১৮ মিনিট নাগাদ অবতরণ করে কলকাতা  বিমানবন্দরে।আর তার পরই কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এরপরেও হয়নি শেষ রক্ষা।  চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত ইরাকি কিশোরীর নাম ডেকান সমীর আহমেদ।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ইরাকি এয়ারওজের বিমানটিতে ১০০ জন যাত্রী এবং ১৫ জন কর্মী ছিলেন। চিনের গুয়াংঝৌ বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমানটি গুয়াংঝৌ পৌঁছনোর ৩০ মিনিট আগে আচমকা বিমানের মধ্যেই অসুস্থ বোধ করে ১৬ বছরের কিশোরী। তড়িঘড়ি বিমানের রুট ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। এরপর বিমানে উঠে পরীক্ষা করে দেখেন এয়ারপোর্ট পাবলিক হেল্‌থ অর্গানাইজ়েশন (এপিএইচও)-এর সদস্যেরা।দ্রুত ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। তবে রাত ১টা ১৮ নাগাদ মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনার পর রাত ১টা ৪৯ নাগাদ ইরাকি এয়ারওয়েজের বিমানটি মৃত কিশোরী এবং তাঁর দুই সহযাত্রীকে রেখে ৯৭ জন যাত্রী ও ১৫ কেবিন ক্রু নিয়ে ফের গুয়াংঝৌর পথে রওনা দেয়। অন্যদিকে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইরাকের প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি তার পাসপোর্ট এবং অন্যান্য নথিপত্র খুঁটিয়ে দেখে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।