Wednesday, August 20, 2025

তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির (Standing Committees) চেয়ারম্যানের পদ। রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। আর বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হচ্ছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। দুজনেই তাঁদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে আশা।এর আগে অনেকবারই সংখ্যার জোরে সংসদের স্থায়ী কমিটিগুলিতে (Standing Committees) বিরোধীদের রাখেনি মোদি সরকার। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে কোনও মতে সরকার গঠন করেছে গেরুয়া শিবির। সংখ্যার জোরে প্রথমে লোকসভার স্পিকার ও পরে ডেপুটি স্পিকারের পদ দাবি করে বিরোধীরা। সেই দাবি কার্যকর না হলেও সংখ্যার বলে শাসকদলের উপর চাপ বজায় রাখছে অবিজেপি দলগুলি। আর অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হচ্ছে বিজেপির।তৃতীয় মোদি সরকার গঠন হওয়ার পরে কেটে গিয়েছে ১০০ দিনের বেশি সময়। এর মধ্যে গঠন করা হয়নি সংসদীয় স্থায়ী কমিটি। এই বিষয়ে আগেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল (TMC)। পুরো বিষয়টি নিয়ে মোদি সরকার অহেতুক টালবাহানা করছে এবং লঙ্ঘিত হচ্ছে সংসদীয় পরম্পরা, এই যুক্তি তুলে রাজ্যসভার নেতা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে চিঠি লিখেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান৷ চিঠি হাতে পাওয়ার পরেও সরকারের তরফে তৃণমূলের কোনও বর্ষীয়ান নেতাকে আমন্ত্রণ জানিয়ে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা করা হয়নি৷ এই আবহে তৃণমূলের তরফে সাফ জানানো হয়, তারা কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে লালায়িত নয়। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৪১। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ তৃণমূলকে দেওয়া হলে সংসদীয় রীতি মানা হবে, সাফ জানানো হয়েছিল৷ তৃণমূলের এই অনড় অবস্থানের কাছে নতিস্বীকার করেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাণিজ্য ও রাসায়নিক ও সার মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দুটি তুলে দেওয়া হয়েছে তৃণমূলের হাতে৷

সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য মন্ত্ররের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হবেন রাজ্যসভার সাংসদ দোলা সেনের।

দোলা সেন তৃণমূলের পুরনো সৈনিক। দীর্ঘদিন ধরেই দলের হয়ে সংসদে লড়াই করেছেন তিনি। আর কীর্তি আজাদ এক সময় বিজেপিতেই ছিল। পরে পদ্ম ছেড়ে হাত ধরেই। কিন্তু কংগ্রেসর সঙ্গে মধুচন্দ্রিমাও শেষ হয়। ২০২১-এর নভেম্বরে যোগ দেন তৃণমূলে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। দিলীপ ঘোষের মতো বিজেপির হেভিওয়েটকে হারিয়ে সাংসদ হন প্রাক্তন ক্রিকেটর কীর্তি।









Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version