তৃণমূলের ২ সাংসদ পাচ্ছেন সংসদের স্থায়ী কমিটির (Standing Committees) চেয়ারম্যানের পদ। রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। আর বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হচ্ছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। দুজনেই তাঁদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন বলে আশা।
সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য মন্ত্ররের স্থায়ী কমিটির চেয়ারপার্সেন হবেন রাজ্যসভার সাংসদ দোলা সেনের।
দোলা সেন তৃণমূলের পুরনো সৈনিক। দীর্ঘদিন ধরেই দলের হয়ে সংসদে লড়াই করেছেন তিনি। আর কীর্তি আজাদ এক সময় বিজেপিতেই ছিল। পরে পদ্ম ছেড়ে হাত ধরেই। কিন্তু কংগ্রেসর সঙ্গে মধুচন্দ্রিমাও শেষ হয়। ২০২১-এর নভেম্বরে যোগ দেন তৃণমূলে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। দিলীপ ঘোষের মতো বিজেপির হেভিওয়েটকে হারিয়ে সাংসদ হন প্রাক্তন ক্রিকেটর কীর্তি।