ফের অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল (Abhijit Mandol)। বুধবার শিয়ালদহ কোর্ট থেকে জেলে ফেরার সময়ে আচমকা অসুস্থ বোধ করেন। প্রিজন ভ্যানে ওঠার সময়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তারপরেই অভিজিৎকে দ্রুত প্রেসিডেন্সি জেল হাসপাতালে (Jail Hospital) নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি।