বেশ কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শিখর ধাওয়ান। আচমকাই ক্রিকেটকে বিদায় জানান তিনি। কেন অবসর নিয়েছিলেন সেই নিয়ে সেই সময় কিছু না বললেও, এবার মুখ খুললেন ধাওয়ান। জানালেন ক্রিকেটকে বিদায় জানানোর আসল কারণ।

এই নিয়ে ধাওয়ান এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে বলেন,” আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। ১৮-১৯ বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছি। আর খেলার ইচ্ছা করছিল না। গত দু’বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। শুধু আইপিএল খেলছিলাম। তাই খেলার ইচ্ছাটাই চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছি।” সম্প্রতি বিসিসিআই-এর তরফে ঘোষণা করা হয়, জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে ক্রিকেটারদের। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি গব্বর।ভারতীয় দলে প্রায় দু’বছর ব্রাত্য ছিলেন ধাওয়ান।

তবে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও লেজেন্ডস ক্রিকেট লিগে খেলতে দেখা যাবে ধাওয়ানকে।

আরও পড়ুন- আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে কেমন হবে ভারতের প্রথম একাদশ? ধোঁয়াশা রাখল টিম ইন্ডিয়া
