ব্যাকফুটে বিজেপি, এবার পররাষ্ট্র মন্ত্রকের স্থায়ী কমিটিতে অভিষেক 

সংখ্যাগরিষ্ঠতার অভাবে শরিক দল নিয়ে নড়বড়ে এনডিএ সরকারের সংসদীয় কমিটিতে বিরোধীদের দাপট অব্যাহত। বৃহস্পতিবারই সংসদীয় স্থায়ী কমিটিতে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad) এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen) জায়গা পেয়েছেন। এবার পররাষ্ট্র মন্ত্রকের (External affairs) মতো গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলা থেকে রেকর্ড ভোটে জয়ী ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভার গত অধিবেশনে অভিষেকের ভাষণ নজর কেড়েছিল গোটা দেশের। ডায়মন্ড হারবারের তিনবারের সাংসদকে এবার রাখা হল প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে।পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পেয়েছেন কংগ্রেসের লোকসভার সাংসদ শশী থারুর (Sashi Tharur)।

চলতি বছরে লোকসভা নির্বাচনের (Loksabha election) ফল ঘোষণা হওয়ার পর দেখা যায় একক সংখ্যাগরিষ্ঠতায় দেশ চালানোর ক্ষমতা নেই বিজেপির। তাই শরিক দল নিয়ে তৈরি হয়েছে এনডিএ নেতৃত্বাধীন জোট সরকার। অন্যদিকে বিরোধী I.N.D.I.A যেভাবে অধিবেশনের প্রথম দিন থেকে কোণঠাসা করেছে কেন্দ্রীয় সরকারকে তাতে বেশ কিছুটা ব্যাকফুটে বিজেপি। এর আগে সংখ্যার জোরে যেকোনও সিদ্ধান্ত বিরোধীদের ওপর চাপিয়ে দেওয়া যেত, কিন্তু এবারে ছবিটা সম্পূর্ণ রকম। কেন্দ্রের শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে অবিজেপি দলগুলি। আর সংসদে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্ব বেড়েছে দেশীয় রাজনীতিতে। যার ফল হিসেবে এবার বিদেশ মন্ত্রকের মত গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিতে ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রাখতে বাধ্য হল NDA সমর্থিত জোট সরকার। ইতিমধ্যেই রাজনৈতিক মহল বলছে দেশের প্রেক্ষাপটে এটা তৃণমূলের (TMC) বড় জয়। তৃতীয়বার মোদি সরকার শপথ নেওয়ার ১০০ দিন কেটে যাওয়ার পরও সংসদীয় পরম্পরা লংঘন করে স্থায়ী কমিটি গঠন না হওয়া নিয়ে তোপ দেগেছিলেন বিরোধীরা। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র অহেতুক টালবাহানা করছে এই অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে। লোকসভা (Loksabha) এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূল সংসদের সংখ্যা এখন ৪১। তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের সংসদীয় কমিটি যে তৃণমূল ছাড়া তৈরি করা যাবে না তা বুঝতে পেরেই এবার পররাষ্ট্র মন্ত্রকের কমিটির তালিকায় অভিষেকের নাম রাখল কেন্দ্র সরকার। প্রকাশিত তালিকা অনুযায়ী লোকসভার এই কমিটির সদস্যদের মধ্যে চতুর্থ স্থানেই নাম রয়েছে অভিষেকের। রাজ্যসভার তালিকায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের নাম রাখা হয়েছে।