Tuesday, August 26, 2025

কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর হলেন ব্রাভো। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে মেন্টর করল কেকেআর। এদিন এমনটাই জানান হল কোলকাতার পক্ষ থেকে। নতুন দায়িত্ব উচ্ছ্বাসিত ডিজে ব্রাভো। গতবছর গৌতম গম্ভীরকে মেন্টর করে আনে কেকেআর। তার হাত ধরেই দীর্ঘদিন পর আইপিএল ট্রফি ঘরে তোলে কলকাতা। কিন্তু এখন গম্ভীর ভারতীয় দলের কোচ। তাঁর জায়গায় ব্রাভোকে নিয়ে এল কেকেআর।

নতুন দায়িত্ব পেয়ে ব্রাভো বলেন,” গত ১০ বছর ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছি। বিভিন্ন দেশের লিগে কখনও নাইট রাইডার্সের হয়ে, কখনও তাদের বিপক্ষে খেলেছি। যেভাবে ওরা দল পরিচালনা করে তা শেখার মতো। দলের প্রতি মালিকদের আবেগ, দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং পরিবারের মতো আন্তরিক ব্যবহার খুবই ভাল লাগে। খেলা ছাড়ার পর আগামী প্রজন্মকে প্রশিক্ষণ দেওয়ার এটাই সেরা জায়গা।”

এদিকে ব্রাভোকে মেন্টর করে কোলকাতার সিইও ভেঙ্কি মাইসোর বলেন,” ব্র্যাভো সব সময় জিততে চায়। সেই সঙ্গে অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে ওর। আমাদের দলকে যা খুবই সাহায্য করবে। আমাদের সব দলের সঙ্গে ব্র্যাভো যুক্ত হওয়ায় ভাল লাগছে।”

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন ব্রাভো। ১৬১টি ম্যাচে ১৫৬০ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৮৩টি উইকেট। সব দল মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৫৮২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্র্যাভোর।

আরও পড়ুন- আইএসএল-এ প্রথম জয় মহামেডানের, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ানকে হারাল ১-০

 

 

 

গম্ভীর ভারতীয় দলে যোগ দেওয়ায় , প্রথমে জল্পনা ছড়ায় প্রাক্তন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যেতে পারে কেকেআরের মেন্টর হিসেবে। কিন্তু দ্রাবিড় তাঁর পুরনো দল রাজস্থান রয়্যালসে মেন্টর হিসাবে যোগ দেন।

 

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version