Sunday, November 2, 2025

তো.পধ্বনিতে শুরু বিষ্ণুপুরের মল্লরাজ পরিবারের শতাব্দী প্রাচীন পুজো!

Date:

আজ থেকে ১ হাজার ২৮ বছর আগে বাঁকুড়ার বিষ্ণুপুরের (Bishnupur , Bankura) প্রাচীন মল্লরাজ পরিবারে দুর্গাপুজোর (Durga Puja সূচনা। শতাব্দী প্রাচীন রাজত্ব অতীত হয়েছে আগেই, এখন সেই রাজ্যপাটও আর নেই। কিন্তু পুজোর নিয়মে বিন্দুমাত্র বদল হয়নি। প্রাচীন রীতি এবং ঐতিহ্য মেনে বৃহস্পতিবার থেকে শুরু হলো বিষ্ণুপুরে মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর পুজো। পাহাড়ের উপর কামানের তোপ দেগে ঘোষণা করা হলো দেবীর আগমন বার্তা।

শারদীয়া উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু বহু বনেদি বাড়ি এবং রাজ পরিবারে প্রথা মেনে প্রাক পুজোর আচার অনুষ্ঠান শুরু হয়েছে। সেই তালিকায় রয়েছে বিষ্ণুপুরের ১ হাহার ২৮ বছরের পুরনো প্রাচীন মল্লরাজ পরিবারের দুর্গোৎসব। টানা ১৮ দিন ধরে পটে পুজো চলবে। বিষ্ণুপুরে মল্ল রাজারা আর নেই। কিন্তু ভাঙ্গাচোরা দেওয়ালের কান পাতলে আজও যেন শোনা যায় প্রাচীন ইতিহাসের পদধ্বনি। শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবারের সদস্যরা ধারাবাহিকতা মেনে আজও প্রতিবছর বড় ঠাকুরানী, মেজো ঠাকুরানী ও ছোটো ঠাকুরানীর আলাদা-আলাদা তিনটি পট আঁকেন। মন্দিরে দেবী মৃন্ময়ীর প্রতিমার পাশেই এই তিনটি পট রেখেই পুজো হয়। আনুমানিক ৯৯৭ খ্রিস্টাব্দে তৎকালীন রাজা জগৎ মল্ল বিষ্ণুপুরে কুল দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন। পুজোর আড়ম্বরে কিছুটা ভাটা পড়লেও উৎসাহ বিন্দুমাত্র কমেনি। বৃহস্পতিবার তোপ ধ্বনি শুনতে ভিড়ে জমিয়েছিলেন জেলার প্রায় সব মানুষ।প্রাচীন ঐতিহ্য আর পরম্পরার সাক্ষী থাকতে আজও জেলা,রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর জনসমাগম এই পুজোর বৈশিষ্ট্য।


 

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version