Friday, August 22, 2025

আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল, গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য কুয়াদ্রাতের

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। আজ মরশুমের প্রথম ঘরের মাঠ যুবভারতীতে নামছে লাল-হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ এফসি গোয়া। চলতি আইএসএলে এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের। প্রথম দু’টি ম্যাচ খেলতে হয়েছে বাইরের মাঠে। বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরেছে কার্লোস কুয়াদ্রাতের দল। ঘুরে দাঁড়ানোর লড়াই এবার ঘরের মাঠে। শুক্রবার সামনে গোয়া।

ঘরের মাঠে সমর্থকদের সামনে ইস্টবেঙ্গল আইএসএলে ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে গোয়ার বিরুদ্ধে দিমিত্রিয়স দিয়ামানতাকোস চোটের জন্যে নেই। ম্যাচের আগে কোচ কুয়াদ্রাত বলে দিলেন, ‘‘দিমির পেশির চোট। ঝুঁকি এড়াতে ওকে আমরা এই ম্যাচে বিশ্রাম দেব।’’ অস্বস্তি আরও বেড়েছে দলের সেরা বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপোর ডেঙ্গি ধরা পড়ায়। জ্বর কমলেও শারীরিক দুর্বলতার কারণে গত তিন দিন অনুশীলনে নামতে পারেননি স্প্যানিশ মিডিও। এই নিয়ে কুয়াদ্রাত বললেন, ‘‘সাউলকে শুক্রবার দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

টানা ম্যাচ হেরে চাপ যে বাড়ছে তা স্বীকার করে নিয়ে কুয়াদ্রাত বললেন, ‘‘শুরুটা ভাল হয়নি। চাপ তো থাকবেই। তাছাড়া সব ম্যাচের আগেই চাপ থাকে। এই ম্যাচের আগেও রয়েছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছি। ভাল মানের বিদেশির পাশাপাশি বেশ কিছু তরুণ ভারতীয় ফুটবলার রয়েছে দলে। সকলের মধ্যে বোঝাপড়াটা প্রয়োজন। দলে কয়েকজনের চোট রয়েছে। গোয়ার বিরুদ্ধে ফিট কতজন ফুটবলারকে পাব, সেটা ম্যাচের আগে বুঝতে পারব।’’

এদিকে ফুটবলার মাদিহ তালাল বললেন, ‘‘আমাদের দলটা নতুন। মানিয়ে নিতে সময় লাগবে। তবে গোয়ার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী।’’

আরও পড়ুন- কেকেআরের নতুন মেন্টর DJ ব্রাভো

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version