বারুইপুরে নাবা.লিকাকে ধ.র্ষণের অ.ভিযোগে গ্রেফ.তার শিক্ষক, পকসো আইনে মামলা রুজু

বারুইপুরে (Baruipur) হুমকি দিয়ে কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ এক রেল কর্মীর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায় বারুইপুর রেল কলোনির কাছে ওই কর্মী গৃহশিক্ষকতা করতেন। সেখানেই প্রাণনাশের হুমকি দিয়ে দিনের পর দিন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এরপর কিশোরী মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাঁর চিকিৎসা চলাকালীন গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় বাসিন্দারা বলছেন রেল কোয়ার্টারের মধ্যেই কোচিং সেন্টার খুলেছিলেন ওই রেলকর্মী। তাঁর বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ধর্ষণ এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আজ অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।