Friday, November 14, 2025

আর জি কর কাণ্ডে ময়নাতদন্তকারীদের বয়ানেই তৈরি নতুন রিপোর্ট!

Date:

ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এবার ময়নাতদন্তকারী ডাক্তারদের বয়ান অনুযায়ী নতুন রিপোর্ট তৈরি করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি (CBI)। ইতিমধ্যেই মৃতার শরীর থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্টও পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের কাছে। সূত্রের খবর এই দুই রিপোর্ট নিয়েই আগামী সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) তদন্তের গতিপ্রকৃতির আপডেট দিতে চলেছে সিবিআই।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মৃত চিকিৎসকের ময়নাতদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। হাসপাতালে যে রিপোর্ট কলকাতা পুলিশের তরফে সিবিআইকে দেওয়া হয়েছিল তা দিল্লি এবং কল্যাণী এইমসের ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হয়। কিন্তু ভিডিওগ্রাফির (Videography) অস্পষ্টতার কারণে গোটা বিষয়টি বুঝতে সমস্যা হয় বিশেষজ্ঞদের। সেই কারণেই ময়নাতদন্তকারী তিন চিকিৎসককে আলাদা আলাদাভাবে ডেকে সিজিওতে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তরুণী চিকিৎসকের শরীরের বাইরে ও ভিতরের আঘাত সম্পর্কে যে দিকগুলি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তা নিয়ে প্রত্যেক চিকিৎসকের আলাদা ব্যাখ্যা নথিভুক্ত করা হয় বলে খবর মিলেছে। এর সঙ্গে ল্যাব রিপোর্ট যাচাই করে সিদ্ধান্তে পৌঁছতে চাইছে সেন্ট্রাল এজেন্সি। আগামী ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আর জি কর মামলার শুনানিতে সিবিআইয়ের নয়া স্ট্যাটাস রিপোর্টে আলাদা করে এই বিষয়টির উল্লেখ থাকবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।


 

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version