পাথরবৃষ্টি স্বতন্ত্র সেনানী এক্সপ্রেসে! হামলায় ভাঙল কাঁচ, আহত যাত্রীরা

জয়নগর (Jaynagar) থেকে দিল্লি (Delhi) যাচ্ছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। সেই সময় মুজফ্‌ফরপুর-সমস্তিপুর শাখার সমস্তিপুর স্টেশন থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে

দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রেল যাত্রা। আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা। আতঙ্কের কারণ প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা বা নাশকতা। আর এবার হামলার মুখে স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস (Swatantra Senani express)। বিহারের (Bihar) সমস্তিপুরে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিহারের সমস্তিপুরের (Samastipur) উপর দিয়ে যখন ট্রেনটি পার করছিল, সেই সময় হঠাৎ ট্রেনে হামলা হয়। বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর।তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রেল সূত্রে খবর, জয়নগর (Jaynagar) থেকে দিল্লি (Delhi) যাচ্ছিল স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস। সেই সময় মুজফ্‌ফরপুর-সমস্তিপুর শাখার সমস্তিপুর স্টেশন থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটে। ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। ইট ও কাঁচের টুকরো লেগে আহত হন কয়েকজন যাত্রী। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনটির প্যান্ট্রিকার, তার পিছনের কামরাগুলোও। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ।

জিআরপির কাছে খবর পৌঁছতেই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। হামলাকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। তবে কে বা কারা এই হামলা চালালো, কেনই বা এই হামলা চালানো হল তার হদিস মেলেনি।