Thursday, August 21, 2025

উত্তরপ্রদেশে কুসংস্কারের ‘বলি’ দ্বিতীয় শ্রেণির পড়ুয়া! খুন স্কুলের হস্টেলে

Date:

অশিক্ষা আর অন্ধবিশ্বাসের কতটা অন্ধকারে ঢেকে রেখেছে যোগীরাজ্যকে, তার উদাহরণ একটি দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে নিজের প্রাণ দিয়ে দিতে হল। স্কুলের সমৃদ্ধি ও সুনাম প্রচারের জন্য বলি দিতে হবে স্কুলেরই কোনও পড়ুয়াকে। যেমন অন্ধবিশ্বাস, তেমন কাজ। পড়াশোনা, নিরাপদ জীবনের জন্য যে স্কুলের হস্টেলে সন্তানকে রেখেছিলেন বাবা-মা, সেখানেই তাকে খুন করে ফেলে রাখল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর (managing director) ও তার বাবা। সঙ্গী স্কুলের আরও তিন শিক্ষক। পরে অভিযোগ পেয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) হাথরসে একটি বেসরকারি স্কুল ডিএল পাবলিক স্কুলে (D L Public School) প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা হস্টেলে থাকে। স্কুলের ম্যানেজিং ডিরেক্টর দিনেশ বাঘেলের বাবা যশোধন সিং কালো জাদুতে (black magic) বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জেরে তিনি নিজের ছেলে ও স্কুলের কিছু শিক্ষককে প্রভাবিত করেন। তার দাবি ছিল কোনও একটি পড়ুয়াকে বলি (sacrifice) দিতে পারলে স্কুলের সুনাম ও সমৃদ্ধি বাড়বে। সেই মতো তারা একটি শিশুকে হত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়।

তবে অন্ধবিশ্বাসে ডুবে থাকা যশোধন হাল ছাড়েননি। সহযোগীদের নিয়ে খুন করে দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে। গত সোমবার সকালে স্কুলের হস্টেলে দ্বিতীয় শ্রেণির (class-II) পড়ুয়া ছাত্রটিকে অচেতন অবস্থায় দেখতে পায় স্কুলের নিরাপত্তা রক্ষীরা। ওই পড়ুয়ার বাবা ক্রিশান কুশওয়াহাকে খবর দেওয়া হয় তাঁর সন্তান অসুস্থ। অন্যদিকে মৃতদেহটি হাসপাতালে না নিয়ে গিয়ে ডিরেক্টর (MD) দিনেশ নিজের গাড়িতে দেহটি নিয়ে শহরে ঘুরতে থাকে। ক্রিশান স্কুলে এসে নিজের ছেলেকে দেখতে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন।

পুলিশি তল্লাশিতে দিনেশের গাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কালো জাদুর সত্য বেরিয়ে আসে। পুলিশ দিনেশ, তার বাবা যশোধন সহ স্কুলে তিন শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। স্বাভাবিকভাবে স্কুল পড়ুয়া ৬০০ শিশুর পরিবার ঘটনায় আতঙ্কিত। কীভাবে সন্তানদের নিরাপত্তা দেবেন তা নিয়ে চিন্তায় হাথরসের অভিভাবকেরা।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version