‘ছাত্রীকে অশালীন ভাবে স্পর্শ’! গেটের বাইরে শিক্ষকদের আটকে রেখে চলল বিক্ষোভ

ইতিমধ্যে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে ছাত্রীর পরিবার।

স্কুলেই এবার ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষক! শুক্রবার হুগলির বলাগড়ের একটি হাইস্কুলে এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। গেটের বাইরে আটকে রাখা হয় শিক্ষকদের। ইতিমধ্যে সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে ছাত্রীর পরিবার।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বজিৎ বাড়ুই। বলাগড়ের মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। তার বিরুদ্ধে পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার স্কুলে যখন পরীক্ষার খাতা দেখানো হচ্ছিল, তখন অভিযুক্ত শিক্ষক ছাত্রীকে অশালীন ভাবে স্পর্শ করেছেন। এরপর বাড়ি ফিরে মা-কে ঘটনাটি জানায় ওই ছাত্রী। আর শুক্রবার সকালে স্কুলে এসে গেটের বাইরে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন  ছাত্রীর অভিভাবক-সহ  বেশ কয়েক জন অভিভাবক। যদি অভিযুক্ত শিক্ষক শুক্রবার স্কুলে আসেননি।

এদিন অভিভাবকরা অভিযোগ করেন, মত্ত অবস্থায় স্কুলে আসেন বিশ্বজিত্‍। ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করার পাশাপাশি এর আগেও নাকি নানা অছিলায় অসৎ উদ্দেশ্যে ছাত্রীদের শরীর স্পর্শ করার চেষ্টা করেছেন তিনি। এদিকে বিক্ষোভের খবর পেয়ে স্কুলে পৌঁছায় বলাগড় থানার পুলিশ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর পরিবার। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, স্কুল পরিচালন সমিতিকে বিষয়টি জানিয়েছি। ওই শিক্ষক মদ খেয়ে স্কুলে আসেন কিনা, জানা নেই। অভিভাবকদের সঙ্গে আলোচনা করব।