ঘোষণা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে বরুণ চক্রবর্তী

এই মুহূর্তে কানপুরে চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টির জন্য দ্বিতীয় দিন গড়ায়নি একটাও বল। এই টেস্টের পরেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর সেই সিরিজের জন্য দল ঘোষনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একাধিক চমক । দলে ডাক পেলেন কলকাতা নাইট রাইডার্স স্পিনার বরুণ চক্রবর্তী। এছাড়া প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া। রয়েছেন রিঙ্কু সিং। দলে উইকেটরক্ষ সঞ্জু স্যামসন।

এই সিরিজে নজর দেওয়া হয়েছে আগামী প্রজন্মের দিকে। বেছে নেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদেরই। সেই মতোই দলে সুযোগ পেয়েছেন রিয়ান পরাগ, হর্ষিত রানা, নীতীশ রেড্ডিরা।

এক নজরে ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

আরও পড়ুন- অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে হার মোহনবাগানের