Thursday, November 6, 2025

বাংলার সংরক্ষিত চাকরি ‘চুরি’ ভিনরাজ্যর, তথ্য দিয়ে অভিযোগ ‘বাংলা পক্ষের’

Date:

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে বাংলার জন্য সংরক্ষিত চাকরি চুরি করছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড-সহ অন্যান রাজ্য। টাকার মাধ্যমে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চলছে এই চাকরি দখল। শনিবার একাধিক তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো বাংলা পক্ষ।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠছিল বাংলা পক্ষ নামে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। বৃহস্পতিবারই পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। রাজনৈতিক মহলেও পড়ে যায় শোরগোল। এবার হাটে হাঁড়ি ভাঙতে বাংলা পক্ষের তরফে একাধিক তথ্য তুলে ধরা হল। ২০২১ এবং ২০২২ সালের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগের নথি সামনে এনে এই অভিযোগ করা হয়েছে বাংলা পক্ষ-এর তরফ থেকে।

SSC-GD ২০২১ এ নিয়োগে বাংলার রাজ্য কোটায় সংরক্ষিত আসন ৩০০০ এর মধ্যে ১৮৭৪ টি আসনের চাকরি কাগজ জাল করে পেয়েছে বাইরের রাজ্যের লোকজন। পাশাপাশি SSG-GD-২০২২ এ বাংলার জন্য সংরক্ষিত ৬০০০ আসনের মধ্যে ৩৬২৭ চাকরি ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে চুরি করেছেন ভিন রাজ্যের প্রার্থীরা। অর্থাৎ ৬০% বাংলার চাকরি চুরি করেছেন বিহার, উত্তপ্রদেশের মত রাজ্যের বেকার যুবকেরা। এই সমস্ত ক্ষেত্রে জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে বলে অভিযোগ বাংলা পক্ষের।

 









Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version