Friday, August 22, 2025

বাংলার সংরক্ষিত চাকরি ‘চুরি’ ভিনরাজ্যর, তথ্য দিয়ে অভিযোগ ‘বাংলা পক্ষের’

Date:

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে বাংলার জন্য সংরক্ষিত চাকরি চুরি করছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড-সহ অন্যান রাজ্য। টাকার মাধ্যমে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চলছে এই চাকরি দখল। শনিবার একাধিক তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো বাংলা পক্ষ।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠছিল বাংলা পক্ষ নামে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। বৃহস্পতিবারই পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। রাজনৈতিক মহলেও পড়ে যায় শোরগোল। এবার হাটে হাঁড়ি ভাঙতে বাংলা পক্ষের তরফে একাধিক তথ্য তুলে ধরা হল। ২০২১ এবং ২০২২ সালের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগের নথি সামনে এনে এই অভিযোগ করা হয়েছে বাংলা পক্ষ-এর তরফ থেকে।

SSC-GD ২০২১ এ নিয়োগে বাংলার রাজ্য কোটায় সংরক্ষিত আসন ৩০০০ এর মধ্যে ১৮৭৪ টি আসনের চাকরি কাগজ জাল করে পেয়েছে বাইরের রাজ্যের লোকজন। পাশাপাশি SSG-GD-২০২২ এ বাংলার জন্য সংরক্ষিত ৬০০০ আসনের মধ্যে ৩৬২৭ চাকরি ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে চুরি করেছেন ভিন রাজ্যের প্রার্থীরা। অর্থাৎ ৬০% বাংলার চাকরি চুরি করেছেন বিহার, উত্তপ্রদেশের মত রাজ্যের বেকার যুবকেরা। এই সমস্ত ক্ষেত্রে জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে বলে অভিযোগ বাংলা পক্ষের।

 









Related articles

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...
Exit mobile version