Saturday, August 23, 2025

বাংলার সংরক্ষিত চাকরি ‘চুরি’ ভিনরাজ্যর, তথ্য দিয়ে অভিযোগ ‘বাংলা পক্ষের’

Date:

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে বাংলার জন্য সংরক্ষিত চাকরি চুরি করছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড-সহ অন্যান রাজ্য। টাকার মাধ্যমে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চলছে এই চাকরি দখল। শনিবার একাধিক তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলো বাংলা পক্ষ।

কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠছিল বাংলা পক্ষ নামে। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। বৃহস্পতিবারই পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হন বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। রাজনৈতিক মহলেও পড়ে যায় শোরগোল। এবার হাটে হাঁড়ি ভাঙতে বাংলা পক্ষের তরফে একাধিক তথ্য তুলে ধরা হল। ২০২১ এবং ২০২২ সালের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়োগের নথি সামনে এনে এই অভিযোগ করা হয়েছে বাংলা পক্ষ-এর তরফ থেকে।

SSC-GD ২০২১ এ নিয়োগে বাংলার রাজ্য কোটায় সংরক্ষিত আসন ৩০০০ এর মধ্যে ১৮৭৪ টি আসনের চাকরি কাগজ জাল করে পেয়েছে বাইরের রাজ্যের লোকজন। পাশাপাশি SSG-GD-২০২২ এ বাংলার জন্য সংরক্ষিত ৬০০০ আসনের মধ্যে ৩৬২৭ চাকরি ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে চুরি করেছেন ভিন রাজ্যের প্রার্থীরা। অর্থাৎ ৬০% বাংলার চাকরি চুরি করেছেন বিহার, উত্তপ্রদেশের মত রাজ্যের বেকার যুবকেরা। এই সমস্ত ক্ষেত্রে জাল ডোমিসাইল সার্টিফিকেট ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে ঢুকছে ভিনরাজ্যের ছেলেমেয়েরা। হয় তারা ডোমিসাইল জাল করছে, কিংবা বাংলায় ১০ বছর না থেকেও ভুল তথ্য দিয়ে SDO অফিস থেকে ডোমিসাইল সার্টিফিকেট তুলছে বলে অভিযোগ বাংলা পক্ষের।

 









Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version