Sunday, May 18, 2025

আগামিকালও কি কানপুরে বৃষ্টি? কি বলছে আবহওয়া ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। কানপুরে বসেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের আসর। তবে ম্যাচ শুরুর পর থেকে বৃষ্টির তাণ্ডব। যার ফলে ম্যাচের প্রথম দিন থেকেই বৃষ্টি। বন্ধ হয়ে যায় ম্যাচ। দ্বিতীয় দিনও গড়ায়নি একটিও বল। এখন ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন তৃতীয় দিনও কি থাকবে বৃষ্টির দাপট? হবে কী ম্যাচ? আর এরই মধ্যে হাওয়া অফিস দিল বড় আপডেট।

আবহবিদরা এই নিয়ে জানিয়েছেন, তাতে রবিবার ম্যাচের তৃতীয় দিনও নিশ্চিন্তে থাকতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আংশিক মেঘলা থাকবে কানপুরের আকাশ। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৯ শতাংশ। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভারত-বাংলাদেশ তৃতীয় দিনের খেলা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় থাকছেই।

এদিকে এদিন, গড়াল না এক বলও। বাতিল দ্বিতীয় দিনের খেলা। প্রথম দিন যেখানে খেলা শেষ হয় বৃষ্টির জন্য, সেখানেই আটকে ম্যাচ। শনিবারও কানপুরে বৃষ্টির কারণে শুরুই করা সম্ভব হল না ম্যাচ। মাঠ ঢাকা রইল। চা বিরতির আগেই জানিয়ে দেওয়া হল যে শনিবার খেলা শুরু করা সম্ভব হচ্ছে না।

গতকাল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল। কানপুরের হাওয়া অফিস জানিয়েছিল, প্রথম তিন বৃষ্টি হতে পারে। প্রথম দিন তেমনটাই হয়েছিল। প্রথম দিন খেলার শেষে হওয়ার সময় বাংলাদেশের রান সংখ্যা ছিল ৩ উইকেট হারিয়ে ১০৭। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা শুরু দেরিতে। টসে জিতে বল করার সিধান্ত নেন ভরিত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। শূন্যরানেই ফিরে যান জাকির হাসান। আরেক ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ। শাদমান করেন ২৪ রান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন ৩১ রানে। শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ম্যাচ বন্ধ করার। সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজে ছিলেন, মোমিনুল এবং মুশফিকুর রহিম। মোমিনুল ৪০ রানে অপরাজিত। ৬ রানে অপরাজিত মুশফিকুর।

চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন- ভয়াভয় গাড়ি দু.র্ঘটনায় গুরুতর আ.হত ভারতীয় তরুণ ক্রিকেটার মুশির খান

spot_img

Related articles

মোহনবাগান নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন সহ সভাপতি কুণাল ঘোষ

মোহনবাগান(Mohunbagan) নির্বাচনের(Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুরু হয়েছে নানান তর্জা। মোহনবাগানের(Mohunbagan) নির্বাচন...

বিভাজনের ইঙ্গিত থাকলে কড়া ব্যবস্থা: বীরভূম কোর কমিটি বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়

তৃণমূল শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের সব জেলায় ও সাংগঠনিক জেলার নেতৃত্বের পদে ঘোষণা হয়ে গিয়েছে। আগের থেকে...

থমাস কার্লোভিচ: মারাদোনার প্রিয় আর্জেন্তেনীয় ফুটবলের অজানা অধ্যায়

মারাদোনা(Diego Maradona) সেরা নাকি পেলে, এই নিয়ে দ্বন্দ আজীবন থেকেই গিয়েছে। পেলেকে(Pele) তাঁর থেকে সেরা কখনোই মানতে দেখা...

দুর্গাপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। স্থানীয়রা একটি পরিত্যক্ত বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত...