আইএসএল-এর ম্যাচে ফের হার মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৩-০ গোলে হারল মোহনবাগান। এই ম্যাচে নজির গড়লেন বিএফসি ফুটবলার সুনীল ছেত্রী। আইএসএলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন সুনীল ।মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে এই কীর্তি গড়েন সুনীল। এখনও পর্যন্ত লিগে মোট ৬৪টি গোল করলেন তিনি।

ম্যাচে এদিন প্রথমেই গোল খেয়ে যায় জোসে মলিনার দল। ম্যাচের ৯ মিনিটে বিএফসিকে গোল করে এগিয়ে দেন মেন্ডেজ। এরপর ম্যাচের ২০ মিনিটে ফের গোল বেঙ্গালুরুর। এবার বিএফসিকে এগিয়ে দেন সুরেশ সিং। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন করেন বাগান কোচ। তবে তাতে ভাগ্যের চাকা ঘোরেনি। এরই মধ্যে ফের গোল করে বেঙ্গালুরু। এবার পেনাল্টি থেকে গোল সুনীল ছেত্রীর। এই গোলের সুবাদে নজির গড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক। এরপর পাল্টা আক্রমণ চালায় সবুজ-মেরুন। তবে গোলের দরজা খুলতে পারেনি জোসে মলিনার দল।

আরও পড়ুন- এবার আইপিএল খেললে আরও টাকা পকেটে পুড়বে ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহর

