Monday, May 19, 2025

সীতারামের মৃত্যুতে অভূতপূর্ব পরিস্থিতি CPIM-এ! নেতৃত্ব নিয়ে চিন্তায় পলিটব্যুরো

Date:

Share post:

CPIM-এর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)। এর আগে একমাত্র অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে অজয় ঘোষ দলের সাধারণ সম্পাদক থাকার সময় মারা গিয়েছিলেন। তার পরে আর সিপিএমের কোনও সাধারণ সম্পাদক পদে থাকাকালীন কারও মৃত্যু হয়নি। ফলে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দলীয় সংবিধানে কোনও নিয়ম নেই। এবার নেতৃত্ব কে সামলাবেন- তা নিয়ে চিন্তায় পলিটব্যুরো।মাদুরাইয়ে সামনে বছর এপ্রিলে CPIM-র পার্টি কংগ্রেস। তত দিন পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাউকে নিয়োগ করা হবে কি না, সিপিএমের পলিটব্যুরোয় চিন্তা ভাবনা চলছে।কারণ, এই রকম কোনও ব্যবস্থা দলীয় সংবিধানে নেই। দিল্লিতে পলিটব্যুরোয় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিল্লিতে কর্মরত পলিটব্যুরো সদস্যরাই সম্মিলিত ভাবে নেতৃত্ব দেবেন। সকলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (Prakash Karat)।প্রকাশের (Prakash Karat) সাধারণ সম্পাদক হতে বাধা কোথায়? বাধা সিপিআইএমের সংবিধানে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনদফার পরে সাধারণ সম্পাদক হতে পারেন না। এর আগে তিন দফায় দলের সাধারণ সম্পাদক ছিলেন কারাত। যদিও মানিক সরকার ও কেরালার নেতাদের মতে, প্রকাশের অভিজ্ঞতার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। মাদুরাই পার্টি কংগ্রেসের জন্য সিপিএম এ বার গত পার্টি কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলের পর্যালোচনা নিয়ে পৃথক দলিল তৈরি করবে। ইতিমধ্যেই পলিটব্যুরোয় নিয়ে আলোচনাও শুরু হয়েছে।









spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...