Thursday, November 27, 2025

সীতারামের মৃত্যুতে অভূতপূর্ব পরিস্থিতি CPIM-এ! নেতৃত্ব নিয়ে চিন্তায় পলিটব্যুরো

Date:

Share post:

CPIM-এর সাধারণ সম্পাদক পদে থাকাকালীন মৃত্যু হয়েছে সীতারাম ইয়েচুরির (Sitaram Yechuri)। এর আগে একমাত্র অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে অজয় ঘোষ দলের সাধারণ সম্পাদক থাকার সময় মারা গিয়েছিলেন। তার পরে আর সিপিএমের কোনও সাধারণ সম্পাদক পদে থাকাকালীন কারও মৃত্যু হয়নি। ফলে সাধারণ সম্পাদকের মৃত্যু হলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দলীয় সংবিধানে কোনও নিয়ম নেই। এবার নেতৃত্ব কে সামলাবেন- তা নিয়ে চিন্তায় পলিটব্যুরো।মাদুরাইয়ে সামনে বছর এপ্রিলে CPIM-র পার্টি কংগ্রেস। তত দিন পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাউকে নিয়োগ করা হবে কি না, সিপিএমের পলিটব্যুরোয় চিন্তা ভাবনা চলছে।কারণ, এই রকম কোনও ব্যবস্থা দলীয় সংবিধানে নেই। দিল্লিতে পলিটব্যুরোয় এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিল্লিতে কর্মরত পলিটব্যুরো সদস্যরাই সম্মিলিত ভাবে নেতৃত্ব দেবেন। সকলের সঙ্গে সমন্বয়ের কাজ করবেন প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত (Prakash Karat)।প্রকাশের (Prakash Karat) সাধারণ সম্পাদক হতে বাধা কোথায়? বাধা সিপিআইএমের সংবিধানে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, তিনদফার পরে সাধারণ সম্পাদক হতে পারেন না। এর আগে তিন দফায় দলের সাধারণ সম্পাদক ছিলেন কারাত। যদিও মানিক সরকার ও কেরালার নেতাদের মতে, প্রকাশের অভিজ্ঞতার জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হোক। মাদুরাই পার্টি কংগ্রেসের জন্য সিপিএম এ বার গত পার্টি কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলের পর্যালোচনা নিয়ে পৃথক দলিল তৈরি করবে। ইতিমধ্যেই পলিটব্যুরোয় নিয়ে আলোচনাও শুরু হয়েছে।









spot_img

Related articles

আম্বেদকর মূর্তি নিয়ে বিধানসভায় প্রশ্ন বিজেপি বিধায়কের

বিধানসভায় সংবিধান প্রণেতা বি. আর. আম্বেদকরের মূর্তি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। বুধবার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরই...

কোচের পর মোহনবাগানে বদল হবে বিদেশিও! কী বার্তা দিলেন লোবেরা?

মোহনবাগানের কোচের পদ থেকে ছাঁটাই হোসে মোলিনা। স্প্যানিশ কোচের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোহনবাগানের নতুন...

বৌভাতের মঞ্চেই ইনিউমারেশন! দুই দায়িত্বে নাজেহাল সৌম্যদীপ

বিয়ে ঠিক হয়েছিল অনেক আগেই। কিন্তু ঠিক সেই সময়েই রাজ্যে ঘোষিত হল SIR, আর তার সঙ্গে বাড়তি দায়িত্ব...

গঙ্গাসাগর মেলা পর্যালোচনায় বৃহস্পতিবার নবান্নে উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী 

গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির খতিয়ান তুলতে বৃহস্পতিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব...