প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার (Air India) যাত্রী পরিষেবা। দাম দিয়ে টিকিট কেটে প্লেন সফরকালে খাবারের পাতে যদি আরশোলা মেলে তাহলে ঠিক কতটা বিরক্ত হতে পারেন যাত্রীরা। দিল্লি থেকে নিউইয়র্কগামী (Delhi to New York flught) বিমানে এই ঘটনাই ঘটেছে। এক যাত্রী অভিযোগ করেছেন যে তার খাবারে আরশোলা পাওয়া গেছে যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দু বছরের শিশু। খবর জানাজানি হতেই রীতিমত হইচই পড়ে যায়। ব্লেডের পর খাবারে আরশোলা, ফের একবার প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার পরিষেবা। সূত্রের খবর গোটা বিষয়টি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন- হাসপাতাল থেকে ছুটি, রবিতেই বাড়ি ফিরছেন মনোজ মিত্র!
আরও পড়ুন- গার্ডেনরিচে রিকশায় স্কুলছাত্রীকে যৌ.ন নি.গ্রহ! CCTV-র ফুটেজ দেখে গ্রেফতার অভিযুক্ত