বীরভূমে (Birbhum) ফিরে দলীয় সমর্থকদের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে দেখা করার পরে রবিবার সতীপীঠ কঙ্কালীতলায় পুজো দিলেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মেয়ে সুকন্যাকে নিয়ে পুজো দিতে গিয়ে কেঁদে ভাসালেন অনুব্রত। মন্দির থেকে বেরিয়ে জানালেন, মেয়ে সুকন্যার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামেও পুজো দিয়েছেন তিনি। একই সঙ্গে জানান, বাংলার সব তীর্থক্ষেত্র ঢেলে সেজেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কঙ্কালীতলায় বেশ কিছু কাজ বাকি আছে। দুর্গাপুজোর পরে সেই সব কাজ শুরু হবে বলে জানান তিনি।
এর পরেই অনুব্রত জানান, “মায়ের কাছে আসার জন্য ছটফট করছিলাম। আমার বাড়ির কাছে মন্দির। আসব না? আমি বীরভূম জেলার সমস্ত মন্দিরেই যাব।” কাদের নামে পুজো দিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমার মেয়ে, স্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পুজো দিলাম।”