Monday, May 19, 2025

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই মহালয়া। বাঙালির উৎসবের ঢাকে কাঠি। আর জি করের নৃশংস ঘটনার প্রেক্ষিতে সবারই মন ভারি। কিন্তু তারপরেও উমার আগমনের বার্তা রাজ্যজুড়ে। বছরে একবারই এত বড় উৎসবে প্রস্তুত নিচ্ছেন অনেকেই। বিচারের দাবির পাশাপাশি চলছে দুর্গাপুজোর প্রস্তুতিও। কিন্তু আরজিকর কাণ্ডকে হাতিয়ার করে একদল ফেসবুকীয় কমরেড ঘোষণা করেছিলেন, “উৎসবে ফিরছি না”। মহালয়ার আগের শেষ রবিবার শপিংমলে তাঁদেরই একজনকে দেখা গেল ছোট্ট মেয়ের হাত ধরে পুজোর কেনাকাটা করতে। যাদবপুরের সেই সিপিআইএমের যুবনেতা শতরূপ ঘোষের ছবি পোস্ট করে ফেসবুকে লেখা হল,

“উৎসবে ফিরছি না,
কিন্তু উৎসবের শপিংয়ে আছি।”

তিলোত্তমার ঘটনার তীব্র নিন্দা হয়েছে সর্বস্তরে। কিন্তু তার জন্যে দুর্গাপুজোকে বানচাল করার অর্থ একটা অন্যায়ের প্রতিবাদে আরেকটা অন্যায় করা। কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে সাধারণ খেটেখাওয়া মানুষের রুটি-রুজি। স্বাধীনতা সংগ্রামের সময়ও বাংলায় দুর্গোৎসব হয়। বরং সেই উৎসবকেই আন্দোলনের মঞ্চ করা হয়। আর অভয়ার কাণ্ডের জেরে “উৎসবে থাকছি না” বলে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় শিরা ফুলিয়ে অনেক বক্তব্য দিয়েছিলেন এই শতরূপ ঘোষের মতো বাম নেতারা। অথচ এর আগে দেখা গিয়েছে সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’-ও শনিবার প্রথম পাতায় জ্যাাকেট করে জুতোর বিজ্ঞাপন ছেপেছে, যার ট্যাগ লাইন- ‘দুর্গাপুজো উদ্‌যাপন করুন গৌরবের সাথে’। পুজোর ভিড়কে কাজে লাগিয়ে নিজেদের বই বিক্রির জন্য পুজো প্যান্ডেলের পাশেই বইয়ের স্টল করে বামেরা। আর এবার পুজোর শপিংয়ে মেতে উঠলেন শতরূপ।

পুজোয় অংশগ্রহণ করা মানে তিলোত্তমার দ্রুত বিচার বা নৃশংস ঘটনার প্রতিবাদ থেকে সরে আসা নয়- এই কথাটাই অধিকাংশ মানুষ বলছেন। কিন্তু তা সত্ত্বেও পুজো বানচাল করতে মহালয়ার দিন ভোরে মিছিল বা মহাষ্টমীতে রাত দখল কর্মসূচি রেখেছে কমরেডরা। অথচ নিজেরা মেতেছে পুজোর শপিংয়ে এই দ্বিচারিতার কী জবাব দেবেন তাঁরা? ফেসবুকে এই ছবি পোস্ট করা মাত্রই কমেন্টে নিন্দার ঝড়।

আরও পড়ুন- ‘লাইফ সাপোর্ট নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, বির্তক চিকিৎসক মহলে

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...
Exit mobile version