বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, ভূমিধসের আ.তঙ্কে স.তর্কতা জারি ভারতেও

লাগাতার বর্ষণে বন্যা বিধ্বস্ত নেপাল (Nepal)। ভূমিধসের (Landslide) জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক এলাকা। ইতিমধ্যেই নেপালে ১১২ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার হড়পা বানের সতর্কতা জারি হওয়ার পর থেকে প্রতিবেশী রাষ্ট্রের সতর্ক প্রশাসন। গত বৃহস্পতিবার থেকে নেপালে শুরু হওয়া প্রবল বর্ষণে একাধিক শহর ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতিতে বিহারে বন্যা সতর্কতা জারি করা হয়েছে!

নেপালের সশস্ত্র বাহিনী সূত্রে খবর মিলেছে যে রবিবার পর্যন্ত বন্যা এবং ভূমিধসের জেরে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে। নিঁখোজ আরও ৬৮, পাশাপাশি শতাধিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বহু রাস্তা ধসে যাওয়ায় দুর্গত এলাকাগুলোতে পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। একদিকে প্লাবিত এলাকা অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট, আতঙ্কের প্রহর গুনছেন নেপালবাসী। সূত্রের খবর প্রতিবেশী দেশের বিভিন্ন নদীতে জলস্তর বাড়ার আশঙ্কায় ভারতের বিহারেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরপ্রান্তে গণ্ডক, কোশী, মহানন্দার মতো নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখবে প্রশাসন।