আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, বিকেলেই প্রশাসনিক বৈঠকের সম্ভাবনা

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরেই কলকাতা থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee will go to North Bengal today)। এর আগে দক্ষিণবঙ্গের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনিক বৈঠক (Administrative meeting) করার কথাও রয়েছে তাঁর।

একটানা বৃষ্টিতে প্রতিদিন ধস নামছে উত্তরে। বন্ধ বাংলা সিকিম লাইফ লাইন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী পাহাড়ে যাবেন কিনা তা ঠিক হবে। তবে আপাতত যা খবর তাতে সেই সম্ভাবনা কম। এদিন বিকেল পাঁচটা নাগাদ উত্তরকন্যায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল অর্থাৎ সোমবার তিনি কলকাতায় ফিরবেন কারণ পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠক রয়েছে তাঁর। সেখানে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত আলোচনাও হবে বলে মনে করা হচ্ছে।