Monday, November 10, 2025

সোমবার থেকে রাজ্যে পূর্ণ কর্মবিরতির ‘থ্রে.ট’ জুনিয়র ডাক্তারদের!

Date:

ফের কর্ম বিরতির পথে হাঁটতে চলেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। শনিবার মেডিক্যাল কলেজগুলির জিবি মিটিং-এর (GB meeting) পর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয় কার্যত হুঁশিয়ারির সুরে WBJDF-এর প্রতিনিধিরা বলেন সোমবার সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি তাদের মনঃপুত না হয় তাহলে বিকেল থেকেই তাঁরা গোটা রাজ্য জুড়ে ‘সিজ ওয়ার্ক’ শুরু করবেন। অর্থাৎ ‘থ্রেট কালচারের’ (Threat Culture) বিরুদ্ধে অভিযোগ করে আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ‘ওপেন থ্রেট’ দিলেন এবার। ডাক্তারির শপথ ভুলে মিডিয়ার লাইম লাইটে থাকতে নয়া কর্মসূচির ঘোষণা।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে ইস্যু করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার নামে ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। বারবার নিজেদের নিরাপত্তার বিষয়টিকে ‘ফোকাস’ করতে চেয়েছেন তাঁরা, সঙ্গে জুড়েছে তিলোত্তমার বিচারের দাবি। এর মাঝেই মহালয়া ও অষ্টমীর রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়ে নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার ফের সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মৃত রোগীর পরিবারের চড়াও হওয়ার ঘটনাকে শিখণ্ডী করে, আন্দোলনের নামে কর্মবিরতির ঘোষণা থেকেই স্পষ্ট যে আরও একবার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করতে চলেছেন ট্রেনি ডাক্তারবাবুরা। পুজোর আবহে এমনিতেই ডাক্তার পাওয়া যায় না বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। এখন জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ কর্মবিরতি শুরু হলে সমস্যায় পড়তে হবে আমজনতাকে।


 

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version