Monday, November 17, 2025

সোমবার থেকে রাজ্যে পূর্ণ কর্মবিরতির ‘থ্রে.ট’ জুনিয়র ডাক্তারদের!

Date:

ফের কর্ম বিরতির পথে হাঁটতে চলেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। শনিবার মেডিক্যাল কলেজগুলির জিবি মিটিং-এর (GB meeting) পর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুধু তাই নয় কার্যত হুঁশিয়ারির সুরে WBJDF-এর প্রতিনিধিরা বলেন সোমবার সুপ্রিম শুনানিতে (Supreme Court hearing) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যদি তাদের মনঃপুত না হয় তাহলে বিকেল থেকেই তাঁরা গোটা রাজ্য জুড়ে ‘সিজ ওয়ার্ক’ শুরু করবেন। অর্থাৎ ‘থ্রেট কালচারের’ (Threat Culture) বিরুদ্ধে অভিযোগ করে আন্দোলনে নামা জুনিয়র ডাক্তাররা নিজেরাই ‘ওপেন থ্রেট’ দিলেন এবার। ডাক্তারির শপথ ভুলে মিডিয়ার লাইম লাইটে থাকতে নয়া কর্মসূচির ঘোষণা।

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ট্রেনি চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে ইস্যু করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনার নামে ৪২ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র ডাক্তাররা। বারবার নিজেদের নিরাপত্তার বিষয়টিকে ‘ফোকাস’ করতে চেয়েছেন তাঁরা, সঙ্গে জুড়েছে তিলোত্তমার বিচারের দাবি। এর মাঝেই মহালয়া ও অষ্টমীর রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়ে নাগরিক সমাজকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার ফের সম্পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি। সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College and Hospital) চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর মৃত রোগীর পরিবারের চড়াও হওয়ার ঘটনাকে শিখণ্ডী করে, আন্দোলনের নামে কর্মবিরতির ঘোষণা থেকেই স্পষ্ট যে আরও একবার সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করতে চলেছেন ট্রেনি ডাক্তারবাবুরা। পুজোর আবহে এমনিতেই ডাক্তার পাওয়া যায় না বলে অভিযোগ করেন সাধারণ মানুষ। এখন জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ কর্মবিরতি শুরু হলে সমস্যায় পড়তে হবে আমজনতাকে।


 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version