Tuesday, August 26, 2025

দেশের সর্বোচ্চ আদালত যে কোনওভাবেই কফির দোকানের মতো আড্ডাখানা হতে পারে না, ফের একবার স্মরণ করিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (CJI D Y Chandrachud)। আদালতে শুনানি চলাকালীন ‘ইয়েস’ (yes) না বলে ‘ইয়াহ’ (yah) বলায় আইনজীবীকে প্রধান বিচারপতির কড়া ধমকের মুখে পড়তে হল সোমবার সুপ্রিম কোর্টে।

আর জি করের (R G Kar case) শুনানি চলাকালীন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচি আচমকাই সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতির এজলাসে চিৎকার করে উঠেছিলেন। প্রধান বিচারপতি তাঁকে কড়া ধমক দিয়েছিলেন। এমনকি পরবর্তী শুনানির দিন শুনানির শুরুতে আদালতের লাইভ স্ট্রিমিংয়ের (live streaming) থেকে প্রচার পাওয়ার চেষ্টা থেকে বিরত থাকার বার্তা দিয়েছিলেন। এবার প্রধান বিচারপতির ধমকের মুখে আরেক আইনজীবী।

২০১৮ সালের একটি মামলায় বিবাদী পক্ষ হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম যুক্ত করার আবেদন করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সংবিধানের (Constitution of India) ৩২ নম্বর ধারা তুলে ধরে নাম যুক্ত করা থেকে আইনজীবীকে বিরত থাকার নির্দেশ দেন। উত্তরে যুক্তি দেখাতে গিয়ে আইনজীবী বার বার ‘ইয়াহ’ কথাটির উল্লেখ করেন। তাতেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের গাম্ভীর্যকে স্মরণ করিয়ে প্রধান বিচারপতি উল্লেখ করেন, “ইয়াহ (yah) ইয়াহ ইয়াহ বলবেন না। বলুন ইয়েস। এটা কফির দোকান (coffee shop) নয়। এটা একটা আদালত। যাঁরা ইয়াহ বলেন তাঁদের প্রতি আমার একটু অ্যালার্জি (allergy) রয়েছে।”

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version